নয়াদিল্লি: ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে লেজেন্ডস লিগ ক্রিকেট (Legends League Cricket 2022)। সেই টুর্নামেন্টের জন্য ইতিমধ্যেই একগুচ্ছ প্রাক্তন তারকা ক্রিকেটারদের নাম ঘোষণা করে দেওয়া হয়েছে। এবার সেই তালিকায় জুড়ল আরেক তারকা ক্রিকেটারের নাম। লেজেন্ডস লিগ ক্রিকেটে (এলএলসি) খেলতে দেখা যাবে ভারতের বিশ্বকাপজয়ী তারকা ক্রিকেটার গৌতম গম্ভীরকে (Gautam Gambhir)।
উচ্ছ্বসিত গম্ভীর
এলএলসির উদ্যোক্তাদের তরফে শুক্রবারই (১৯ অগাস্ট) গৌতম গম্ভীরের টুর্নামেন্ট খেলার কথা ঘোষণা করা হয়। এলএলসির দ্বিতীয় মরসুমে খেলার জন্য উচ্ছ্বসিত গম্ভীর নিজেও। এই বিষয়ে তিনি বলেন, 'আমি ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা আসন্ন লেজেন্ডস লিগ ক্রিকেটে অন্তর্ভুক্ত হতে পেরে খুবই খুশি। ক্রিকেট মাঠে আবারও খেলোয়াড় হিসাবে নামতে পারব, এইটা ভেবেই আমি উচ্ছ্বসিত। বিশ্ব ক্রিকেটের সব তারকাদের সঙ্গে মাঠে নামা ও সাজঘর ভাগ করার সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ।'
গৌতম গম্ভীর ভারতীয় দলের হয়ে দুই দুইটি বিশ্বকাপ শুধু জেতেনইনি, ফাইনালে অনবদ্য দুই ইনিংসে দলের খেতাব জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাও নিয়েছেন। ২০০৭ সালে তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতেন এবং ২০১১ সালে তিনি বিশ্বকাপ ফাইনালে ৯৭ রানের ইনিংস খেলেন। ২৮ বছর পর, মুম্বইয়ে ৫০ ওভারের বিশ্বকাপ জেতে ভারত। অবশ্য গম্ভীর একা নন, আসন্ন এলএলসিতে সেই বিশ্বকাপ দলের আরও অনেক তারকাকে খেলতে দেখা যাবে। গম্ভীরের দীর্ঘদিনের সতীর্থ হরভজন সিংহ, বীরেন্দ্র সহবাগকে খেলতে দেখা যাবে এই টুর্নামেন্টে। ভারতীয় মহারাজাসের হয়ে খেলবেন মহম্মদ কাইফও।
সৌরভের নেতৃত্বে খেলবেন গম্ভীর
দলের অধিনায়কত্ব করবেন বর্তমান বিসিসিআই সভাপতি তথা প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। বিশ্ব জায়ান্টসের বিরুদ্ধে এই লিগে ভারতীয় মহারাজাসরা ১৬ সেপ্টেম্বর একটি বিশেষ ম্যাচ খেলবে ইডেন গার্ডেন্সে। কলকাতা ছাড়াও নয়াদিল্লি, কটক, লখনউ, যোধপুর এবং রাজকোটে ম্যাচগুলি খেলা হবে। এলএলসিতে বিদেশি তারকাদের মধ্যে ক্রিস গেইল, ব্রেট লি, মুথাইয়া মুরলীধরন শেন ওয়াটসনদেরও খেলতে দেখা যাবে।
আরও পড়ুন: গিলের মধ্যে এই প্রাক্তন অজি ক্রিকেটারের ছাপ দেখতে পাচ্ছেন সলমন বাট