মাউন্ট মাউনগানুই: নিউজিল্যান্ড সফরে দুরন্ত ছন্দে আছেন তিনি। মঙ্গলবার মাউন্ট মাউনগানুইয়ে ভারত ম্যাচ হারলেও সেঞ্চুরি করেছেন কে এল রাহুল। তবে ম্যাচের পর তাঁকে নিয়ে খুনসুটি করলেন জিমি নিশাম। ঘটনা হচ্ছে, আইপিএলে কিউয়ি ক্রিকেটার রাহুলের নেতৃত্বেই কিংস ইলেভেন পঞ্জাবে খেলবেন।

মঙ্গলবার ওয়ান ডে সিরিজের তৃতীয় ম্যাচে ভারতকে ৫ উইকেটে হারায় নিউজিল্যান্ড। ম্যাচে একবার রাহুলের সঙ্গে বচসায় জড়িয়ে পড়তে দেখা যায় নিশামকে। পরিস্থিতি সামাল দিতে হস্তক্ষেপ করতে হয় আম্পায়ারকে। ৩-০ সিরিজ জেতার পর নিশাম একটি ছবি ট্যুইট করেন। মাঠে রাহুলের সঙ্গে তাঁর বাক্যবিনিময় এবং আম্পায়ারের মধ্যস্থতার ছবি। সঙ্গে মজা করে প্রশ্ন করেন, ‘পেপার, সিসরস, রক খেলছি কি?’



‘পেপার, সিসরস, রক’ একটি জনপ্রিয় ইন্ডোর গেম। নিশাম মজা করে রাহুলের সঙ্গে তাঁর বচসাকে হাল্কা করে দেখানোর চেষ্টা করেছেন বলেই মনে করা হচ্ছে। রাহুলের ব্যাটিংয়ের প্রশংসাও করেছেন তিনি। নিশাম লিখেছেন, ‘এপ্রিলের জন্যও কিছু রান তুলে রাখতে ভুলে যেও না।’ এপ্রিল মাসে আইপিএল। নিশাম বোঝাতে চেয়েছেন, সেই টুর্নামেন্টের জন্যও কিছু রান বাঁচিয়ে রাখা উচিত রাহুলের।