কে অম্বেডকর? টুইটের জন্য যোধপুর আদালত এফআইআর করার নির্দেশ দিল ক্রিকেটার হার্দিক পাণ্ড্যর বিরুদ্ধে
ABP Ananda, Web Desk | 22 Mar 2018 08:50 AM (IST)
যোধপুর: বিতর্কে ক্রিকেটার হার্দিক পাণ্ড্য। অভিযোগ উঠেছে, সংবিধান প্রণেতা ভীমরাও অম্বেডকরকে অসম্মান করেছেন তিনি। যোধপুর আদালত তাঁর বিরুদ্ধে এফআইআর করার জন্য রাজস্থান পুলিশকে নির্দেশ দিয়েছে। ডিসেম্বরে নাকি হার্দিক পাণ্ড্য টুইট করেন, কোন আম্বেডকর? যিনি সংবিধানের খসড়া তৈরি করেন নাকি তিনি, যিনি দেশে সংরক্ষণ নামে রোগ ছড়িয়ে দিয়েছেন? রাজস্থানের জালোর জেলার রাষ্ট্রীয় ভীম সেনার জনৈক সদস্য, আইনজীবী ডিআর মেঘওয়াল এ ব্যাপারে এফআইআর করতে চেয়ে পুলিশের দ্বারস্থ হন। কিন্তু পুলিশ তাঁর দাবিতে কান না দিলে যান যোধপুর আদালতে। তফশিলি জাতি ও উপজাতি আইনের আওতায় দায়ের করেন আবেদন। তাঁর বক্তব্য, এ ধরনের মন্তব্য করে হার্দিকের মত জনপ্রিয় ক্রিকেটার শুধু যে সংবিধান ও সংবিধান প্রণেতার ইচ্ছাকৃত অসম্মান করেছেন তাই নয়, অম্বেডকর যে সমাজের মানুষ তার আবেগেও আঘাত করেছেন। এ জন্য তাঁর যথেষ্ট শাস্তি হওয়া উচিত বলে নিজের আবেদনে বলেছেন তিনি।