দুবাই: আইসিসির (ICC) টেস্ট ক্রিকেটের ক্রমতালিকায় ব্যাটারদের মধ্যে শীর্ষস্থানে উঠে এলেন জো রুট (Joe Root)। অ্যাশেজে প্রথম টেস্টে দুরন্ত শতরান করেছিলেন প্রাক্তন ইংরেজ অধিনায়ক। দলতে জেতাতে না পারলেও রুটের ব্যাটিং প্রশংসা কুড়িয়েছিলেন ক্রিকেট বিশেষজ্ঞদের। এবার তারই পুরস্কার পেলেন ডানহাতি ব্য়াটার। মার্নাস লাবুশেনকে টেক্কা দিয়ে সাদা পোশাকের ক্রিকেটে ফের শীর্ষে উঠে এলেন রুট। ২০২১ সাল থেকেই দুর্দান্ত ফর্মে রয়েছেন রুট। চলতি বছরে চারটি টেস্ট খেলে এখনও পর্যন্ত ৫৩৯ রান করেছেন ১০৭.৮০ গড়ে। অন্যদিকে এজবাস্টন টেস্টে দুই ইনিংসে যথাক্রমে ০ ও ১৩ রান করে ক্রমতালিকায় নিচে নেমে গিয়েছেন রুট। তিনি তৃতীয় স্থানে নেমে গিয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন। 


বিরাট কোহলি অবশ্য ক্রমতালিকায় নেমে গিয়েছেন। তিনি একধাপ নেমে এই মুহূর্তে ১৪ নম্বরে রয়েছেন। ভারত অধিনায়ক রোহিত শর্মা ১২ নম্বরে রয়েছেন।চেতেশ্বর পূজারা ২৫ নম্বরে রয়েছেন। অজিঙ্ক রাহানে ৩৬ ও শ্রেয়স আইয়ার ৩৭ নম্বরে রয়েছেন। প্রথম দশে একদম শেষে রয়েছেন উইকেট কিপার ব্যাটার ঋষভ পন্থ। 


বোলারদের তালিকায় শীর্ষেই রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। অভিজ্ঞ অফস্পিনার ওভালে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলার সুযোগ পাননি। কিন্তু তবুও আইসিসি যে ক্রমতালিকা প্রকাশ করেছে, তাতে বোলারদের তালিকায় শীর্ষেই রয়েছেন ভারতীয় বোলার। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন জেমস অ্যান্ডারসন। তৃতীয় স্থানে রয়েছেন কাগিসো রাবাডা ও চতুর্থ স্থানে রয়েছেন অজি অধিনায়ক প্য়াট কামিন্স। ওলি রবিনসন ৫ নম্বর ও নাথান লায়ন ৬ নম্বরে রয়েছেন। ৮ নম্বরে যশপ্রীত বুমরা ও ৯ নম্বরে রবীন্দ্র জাডেজা।


পয়েন্ট কাটল ২ দলেরই


অ্যাশেজের (Ashes 2023) প্রথম টেস্টে ইংল্যান্ডকে (ENG vs AUS) হারিয়ে জয়ের মুখ দেখেছে অস্ট্রেলিয়া। ২ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছে প্যাট কামিন্সের দল। কিন্তু এবার আইসিসির কোপের মুখে পড়তে হল ২ দলকেই। এজবাস্টন টেস্টে (Edbaston Test) স্লো ওভার রেটের জন্য ২ দলেরই পয়েন্ট কাটা গেল। অ্যাশেজের মাধ্যমেই শুরু হয়েছে ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপের যাত্রা শুরু হয়েছে। যার প্রথম টেস্ট ছিল এজবাস্টনে। আর সেই টেস্ট শেষে ২ পয়েন্ট করে কাটা গেল ২ টাে দলেরই। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া ২ দলের প্লেয়ারদেরই ম্যাচ ফি-র ৪০ শতাংশ করে কাটা হয়েছে। আইসিসির এলিট প্যানেলের সদস্য ম্যাচ রেফারি ছিলেন অ্যান্ডি পাইক্রফট। তিনিই স্লো ওভার রেটের জন্য এই শাস্তি দিয়েছেন।