কলকাতা: আজ ওয়ার্ল্ড মিউজিক ডে (World Music Day)। ২১ জুন দিনটা বিশ্বব্যাপী আন্তর্জাতিক সঙ্গীত দিবস হিসেবে পালিত হয়ে থাকে। বলিউডের জন্যও এই দিনটা বেশ বিশেষ। কারণ, সুর যে কারও একচেটিয়া নয়। সেই কোন যুগ করে বারে বারে সুরে, গানে মুগ্ধ করেছেন অভিনেতা অভিনেত্রীরা। আজ, আন্তর্জাতিক সঙ্গীত দিবসে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক সেই অভিনেতা-অভিনেত্রীদের নামের ওপর, যাঁরা কেবল অভিনয় নয়, সুরে ভর করেও মন জয় করেছেন মানুষের। 


আয়ুষ্মান খুরানা


'ভিকি ডোনার' ছবির কথা বললেই মনে পড়ে, ছাদের কার্ণিশে বসে গিটার হাতে গান গাইছেন আয়ুষ্মান খুরানা.. 'পানি দা.. রঙ দেখকে..'। আর মুগ্ধ হয়ে তা শুনছেন ছবির নায়িকা ইয়ামি গৌতম (Yami Gautam)। কেবল পর্দায় নয়, বাস্তবেও এই গানটি গাওয়া আয়ুষ্মান খুরানা (Ayushman Khurrana)-রই। সেই গান মন ছুঁয়েছিল দর্শকদের। এরপরে বিভিন্ন ছবিতে 'সাড্ডি গলি আজা', 'ন্যায়না দা কেয়া কসুর', 'মিট্টি দি খুসবু'-র মন জমাটি গানে তিনি সুরের ম্যাজিকে ভাসিয়েছেন দর্শকদের। 


প্রিয়ঙ্কা চোপড়া


'দেশি গার্ল'-এর সুরেলা গলার কথা কারোরই অজানা ন। এই গানই প্রিয়ঙ্কা চোপড়াকে (Priyanka Chopra)-কে সাহায্য করেছিল বলিউড থেকে হলিউডে পা রাখতে। তাঁর প্রথম গান ছিল, 'উল্লাথাই কিল্লাতে'। এটি একটি তামিল নাটকে ব্য়বহৃত হয়। প্রিয়ঙ্কা অভিনীত ছবি 'মেরি কম'-এ গানও গেয়েছিলেন তিনি। বলিউডে সেই তার প্রথম গায়িকা হিসেবে ডেবিউ। হলিউডেও একাধিক গান গেয়েছেন তিনি। 'দিল ধড়কনে দো' ছবির টাইটেল ট্র্যাক প্রিয়ঙ্কার গাওয়া। 


পরিণীতি চোপড়া


দিদির পথে হেঁটেছেন বোন পরিণীতি চোপড়া (Parineeti Chopra)-ও। অভিনয়ের পাশাপাশি তিনি একজন যথেষ্ট ভাল সঙ্গীতশিল্পী। তিনি 'মেরি পেয়ারি বিন্দু' ছবিটির হাত ধরে বলিউডে অভিনেত্রীর পাশাপাশি সঙ্গীতশিল্পী হিসেবে ডেবিউ করেন। ছবিটি বক্সঅফিসে তেমন ব্যবসা না করতে পারলেও গানটি জনপ্রিয় হয়েছিল। এরপর পরিণীতি 'কেশরী' ছবিতে 'তেরি মিট্টি' গানটি গেয়েছিলেন। 


সলমন খান


অভিনয় থেকে শুরু করে আঁকা, প্রযোজনা.. সলমন খানের (Salman Khan) প্রতিভা রয়েছে অনেক দিকেই। তিনি গানও গেয়েছেন একাধিক বলিউড ছবিতে। 'কিক' ছবিতে গান গেয়েছেন তিনি। তাঁর গাওয়া 'ম্যায় হু হিরো তেরা' গানটি বেশ জনপ্রিয় হয়েছিল দর্শকদের মধ্যে।


আলিয়া ভট্ট


'হাইওয়ে' ছবিটি আবিষ্কার করেছিল এক অন্য আলিয়া ভট্টকে (Alia Bhatt)। এই ছবিতে যেমন প্রশংসিত হয়েছিল তাঁর অভিনয়, তেমনই এই ছবির হাত ধরে বলিউডে ডেবিউ করেছিলেন তিনি। এ আর রহমানের কম্পোজিশনে গান গেয়েছিলেন আলিয়া। এরপর হাম্পটি শর্মা কি দুলহানিয়া, ও উড়তা পঞ্জাব ছবিতেও সুরে ভর করে দর্শকদের মন ছুঁয়ে গিয়েছিলেন আলিয়া। 


শ্রদ্ধা কপূর


তাঁর মিষ্টি গলার অনুরাগী অনেকেই। 'এক ভিলেন' ছবিতে তার গলায় 'তেরি গলিয়াঁ' শোনেননি এমন মানুষ মেলা ভার। বলিউডের অভিনেতা অভিনেত্রীদের মধ্যে যাঁদের সুরেলা গলা রয়েছে, তাঁদের মধ্যে শ্রদ্ধা কপূর অন্যতম। এবিসিডি-২-তে 'বেজুবান' গানটির আনপ্লাগড ভার্সনটি গেয়েছিলেন তিনি। 


ফারহান আখতার


বলিউডে সুরের কথা বললে আর তাঁর কথা না বললে সুরের প্রতি বোধহয় সুবিচার করা হয় না। অভিনয় হোক, পরিচালনা হোক বা গান... ফারহান আখতার (Farhan Akhtar) যেখানেই হাত দিয়েছেন, সোনা ফলিয়েছেন সেখানেই। 'রক অন' ছবির একাধিক গান থেকে শুরু করে 'জিন্দেগি না মিলেগি দোবারা', 'শাদি কি সাইড এফেক্টস', 'দিল ধড়কনে দো' ছবির গানগুলি তাঁরই গাওয়া। বারে বারে সুরে সুরে দর্শকদের মন জিতে নিয়েছেন তিনি।


 


আরও পড়ুন: Business Trip: কর্মসূত্রে প্রচুর বাইরে যেতে হয়? নজরে থাকুক এই বিষয়গুলি


আরও পড়ুন:Europe Tour : বিঠোভেনের শহর, রামধনু রং, ঘুমের ওপারে নতুন দেশ...