মুম্বই: গত বছর চোটের জন্য একটি ম্যাচেও খেলতে পারেননি। কিন্তু মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) দলে রেখে দিয়েছিল তাঁকে। চলতি মরসুমে অবশ্য প্রথম থেকেই স্কোয়াডে থাকলেও একাদশে সুযোগ পেয়েছেন মাত্র ২ টো ম্যাচ। তাই জোফ্রা আর্চারকে (Jofra Archer) নিয়ে প্রশ্ন উঠছে যে, আদৌ তিনি এবারও ফিট তো? গতকাল গুজরাত টাইটান্সের (Gujrat Titans) বিরুদ্ধে হারের পর বেশি করে সেই প্রশ্ন সবার মনে জাগে। এরই মধ্য়ে কানাঘুষো খবর ফাঁস হয় যে তিনি নাকি কনুইয়ের চোটের জায়গা অস্ত্রোপচার করতে বেলজিয়াম উড়ে গিয়েছেন। তবে পুরো বিষয়টাই যে ভুয়ো তা নিজের করা একটি ট্যুইটের মাধ্যমে জানিয়ে দেন ইংল্যান্ডের এই তারকা পেসার। 


গত বছর নিলাম থেকে মুম্বই ইন্ডিয়ান্স দলে নিয়েছিল ইংল্যান্ডের তারকা পেসারকে। কিন্তু সেবার চোটের জন্য কোনও ম্যাচই খেলতে পারেননি ডানহাতি এই পেসার। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আগামী রবিবার খেলতে নামবে মুম্বই শিবির। সেই ম্যাচে জোফ্রাকে খেলাতেও পারে মুম্বই শিবির। 


উল্লেখ্য, মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিরুদ্ধে গুজরাত টাইটান্স (Gujarat Titans) নিজের আইপিএল ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ ২০৭ রান তুলেছিল গুজরাত। জবাবে টপ অর্ডারের ব্যর্থতায় কোনও সময়ই ম্যাচে তেমন লড়াইই করতে পারেনি মুম্বই। শেষমেশ ৫৫ রানে পরাজিত হতে হয় পল্টনদের। গতবারের চ্যাম্পিয়ন গুজরাতের হয়ে নুর আমেদ (Noor Ahmed) তিনটি ও রশিদ খান (Rashid Khan) দুইটি উইকেট নেন। এই দুই আফগান স্পিনারদের দাপটেই মুম্বই পরাজিত হল।


শুরুতেই হার্দিক দ্বিতীয় ওভারেই মুম্বই অধিনায়ক রোহিত শর্মাকে দুই রানে সাজঘরে ফেরান। আরেক মুম্বই ওপেনার ঈশান কিষাণও ২১ বলে ১৩ রান করেই সাজঘরে ফেরেন। তাঁকে ও তিলক বর্মাকে (২) একই ওভারে সাজঘরে ফেরান তারকা স্পিনার রশিদ। ৫০ রানের আগেই তিন উইকেট হারিয়ে কার্যত ধুঁকছিল মুম্বই। সেই পরিস্থিতি থেকে মুম্বইকে উদ্ধার করার দায়িত্ব নেন সূর্যকুমার যাদব ও ক্যামেরন গ্রিন। কিন্তু ছন্দে দেখানো গ্রিনকে ৩৩ রানে ফেরান নুর আমেদ। একই ওভারে আরেক অজি তারকা টিম ডেভিডও শূন্য রানে আউট হন। সূর্যকুমারকেও ২৩ রানে তিনিই সাজঘরে ফেরান।


সপ্তম উইকেটে পীযূষ চাওলা ও নেহাল ওয়াদেরা ৪৫ রান যোগ করেন বটে। ওয়াদেরা ২১ বলে ৪০ রানের একটি লড়াকু ইনিংস খেলেন। তবে দলের জয়ের জন্য তা যথেষ্ট ছিল না। মোহিত শর্মা ওয়াদেরাকে ফেরান মোহিত শর্মা। অর্জুন তেন্ডুলকর ১৩ রান করেন। কিন্তু শেষমেশ নির্ধারিত ২০ ওভারে নয় উইকেটের বিনিময়ে মাত্র ১৫২ রানেই থেমে যায় পল্টনদের ইনিংস। ৫৫ রানের বিরাট ব্যবধানে জয় পায় গুজরাত।