লন্ডন: স্ট্রেস ফ্র্যাকচার। কোমরের নিম্নাংশে চোটের জন্য গোটা মরসুমেই আর মাঠে নামতে পারবেন ইংল্য়ান্ডের তারকা পেসার। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে সে কথা। আর যার জেরে জুলাই মাসে ভারতের বিরুদ্ধে টেস্ট থেকে ছিটকে গেলেন জোফ্রা আর্চার। আগামী জুলাই মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে একমাত্র টেস্ট খেলবে ভারতীয় দল। সেই ম্য়াচে পাওয়া যাবে না এই তরুণ পেসারকে।


২৭ বছর বয়সি জোফ্রা আর্চার শেষবার ২০২১ সালে মার্চ মাসে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিলেন। এরপর কনুইয়ের চোট পেয়েছিলেন তিনি। সেখান থেকে ফিরে এসে এরপর সাসেক্সের হয়ে খেলা শুরু করেছিলেন। কিন্তু এরপর ফের চোট পেয়ে যান তিনি। আইপিএল থেকেও নিজেকে সরিয়ে নিয়েছিলেন আর্চার। 


আইপিএলে মুম্বই নিয়েছিল আর্চারকে


নিলামে তাঁকে কে নেয়, তা নিয়ে কৌতূহল ছিলই। তার অন্যতম কারণ এই মরসুমে তিনি খেলবেন না। কিন্তু নাম যখন জোফ্রা আর্চার (jofra archer), তখন তাঁকে অস্বীকারও তো করা যায় না। ঠিক তাইই হল। বেস প্রাইস ২ কোটি টাকা রেখেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ৮ কোটি টাকায় তাঁকে দলে নিয়ে নিল মুম্বই ইন্ডিয়ান্স। অর্থাৎ এই মরসুমে না হলেও পরের মরসুমে জশপ্রীত বুমরার সঙ্গে বোলিংয়ে ওপেন করতে দেখা যাবে জোফ্রা আর্চারকে। ইংল্যান্ডের তারকা পেসারকে পাওয়ার জন্য দর হাঁকিয়েছিল রাজস্থান রয়্য়ালস প্রথম থেকে। এই আগে আইপিএলে শুরু থেকে রাজস্থানের হয়েই খেলেছেন। কিন্তু তাঁকে ছেড়ে দিয়েছিল দল। নিলামের থেকে আর্চারকে তুলে নেওয়ার একটা চেষ্টা করেছিল সঞ্জু স্যামসনের দল যদিও। তবে মুম্বই ইন্ডিয়ান্স যেন বধ্যপরিকর ছিল এই ডানহাতি পেসারকে দলে নেওয়ার ব্য়াপারে। মাঝে সানরাইজার্স হায়দরাবাদ লড়াইয়ে থাকলেও শেষ পর্যন্ত বাজিমাত করে মুম্বইই। 


উল্লেখ্য, নিজের বেস প্রাইস ২ কোটি টাকা রেখেছিলেন ডানহাতি জোফ্রা। তবে চোটের কারণে আসন্ন টুর্নামেন্টে তাঁকে হয়ত পাওয়া যাবে না। বিসিসিআইয়ের তরফে এই কথা আইপিএলের সব ফ্র্যাঞ্চাইজিকে আগেই জানিয়েও দেওয়া হয়েছিল। কিন্তু ইসিবির তরফে বিসিসিআইয়ে এমনও জানিয়ে দেওয়া হয়েছিল যে ২০২৩-২৪ মরসুমে টুর্নামেন্টে খেলবেন জােফ্রা। তাই নিলামে নাম দিয়েছেন তিনি। বিসিসিআইয়ের তরফে এমনও সব দলকে জানিয়ে দেওয়া হয়েছিল যে আর্চারকে এই মরসুমের জন্য় কেউ যদি নেই, তবে তা নিজেদের রিস্কেই নিতে হবে। কারণ কোনও রিপ্লেসমেন্ট প্লেয়ার মাঝপথে পাবে না কোনও ফ্র্যাঞ্চাইজি।