দার্জিলিং: অবশেষে দেখা মিলল শিক্ষাপ্রতিমন্ত্রী পরেশ অধিকারীর। বুধবার ভোরে বর্ধমান স্টেশন থেকে উধাও, আজ দেখা মিলল বাগডোগরায়। শিক্ষাপ্রতিমন্ত্রীর দেখা মিললেও দেখা গেল না মেয়ে অঙ্কিতাকে। প্রায় দেড়দিন পরে দেখা মিলল শিক্ষা প্রতিমন্ত্রীর।
সিবিআই এফআইআর:
ইতিমধ্যেই এসএসসি দুর্নীতি মামলায় কন্যা-সহ পরেশের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে সিবিআই। সময়ের মধ্যে সিবিআই দফতরে আসেননি পরেশ অধিকারী ও তাঁর মেয়ে। সেই কারণেই তাঁদের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর। হাইকোর্টের নির্দেশের পরেও পরেশ অধিকারীর বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ। মৌখিক পরীক্ষায় না বসেও চাকরি পাওয়ার অভিযোগ রয়েছে পরেশের মেয়ের বিরুদ্ধে।
মন্ত্রীর আইনজীবীর দাবি:
মন্ত্রীর আইনজীবীর দাবি ছিল, কোচবিহারেই রয়েছেন পরেশ অধিকারী। বিকেল ৫টায় বাগডোগরা থেকে বিমানে উঠবেন পরেশ। সন্ধে ৬.৩০ কলকাতায় নামবেন তিনি, জানিয়েছেন তাঁর আইনজীবী। বিচারপতির প্রশ্ন ছিল বাগডোগরা না কি বর্ধমান? কোথা থেকেব উঠবেন মন্ত্রী? মন্ত্রীর আইনজীবী জানিয়েছেন, এসজি ৩২৩০ বিমানে আসবেন পরেশ অধিকারী।
বিচারপতির মন্তব্য:
বিমান থেকে নামার পর সিবিআই অফিসে মন্ত্রীর উপস্থিতি সুনিশ্চিত করতে হবে। বিমানবন্দর থেকে সরাসরি নিজাম প্যালেসে নিয়ে যেতে হবে মন্ত্রীকে, মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। বিধাননগরের সিপি ও বিমানবন্দরের কর্তৃপক্ষকে নিশ্চিত করতে হবে। বিমানে মন্ত্রীকে পাওয়া না গেলে মনে করা হবে মন্ত্রী আদালত ও সিবিআইকে ভাঁওতা দিচ্ছেন। মন্তব্য বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের
একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ
এসএসসি-তে শিক্ষা প্রতিমন্ত্রীর মেয়ের নিয়োগে দুর্নীতির অভিযোগে সিবিআইয়ের কাছে হাজিরার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। তাঁর মেয়ের নিয়োগে দুর্নীতির অভিযোগে মঙ্গলবার সিবিআইয়ের কাছে মন্ত্রীকে হাজিরার নির্দেশ দেয় হাইকোর্ট।
মাঝপথে 'উধাও'
এরপর কলকাতার উদ্দেশে মঙ্গলবারই পদাতিক এক্সপ্রেসে ওঠেন সকন্যা মন্ত্রী। কিন্তু বুধবার সকালে দেখা যায়, পদাতিক এক্সপ্রেস নির্ধারিত সময়ে কলকাতায় পৌঁছলেও, নেই মন্ত্রী পরেশ অধিকারী ও তাঁর মেয়ে অঙ্কিতা অধিকারী। আজ সকাল ৬টা ৪৫-এ শিয়ালদা স্টেশনের ১৩ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছয় পদাতিক এক্সপ্রেস। ট্রেন অ্যাটেন্ড্যান্ট জানান, H1 কামরার নম্বর C কুপে ছিলেন পরেশ অধিকারী ও তাঁর মেয়ে অঙ্কিতা অধিকারী। কিন্তু মাঝপথে তাঁরা ট্রেন থেকে নেমে যান বলে ট্রেন অ্যাটেন্ড্যান্টের দাবি করেন। এই ঘটনার পর মন্ত্রীর সিবিআই দফতরে হাজিরা নিয়ে তৈরি হয় ধোঁয়াশা। এরপর এসএসসি (SSC) নিয়োগ দুর্নীতি মামলায় সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন মন্ত্রী পরেশ অধিকারী। সেই মামলা নেয়নি ডিভিশন বেঞ্চ। তারপর থেকেই খোঁজ পাওয়া যাচ্ছিল না পরেশ অধিকারীর।
আরও পড়ুন: এক বছরের জেল সিধুর, তিন দশক পুরনো পথ-হিংসা মামলায় নির্দেশ সুপ্রিম কোর্টের