সাউদাম্পটন: বিদেশের মাটিতে লড়াই করেই সন্তুষ্ট থাকলে চলবে না। চাপের মুখে পাল্টা আঘাতের কৌশল শিখতে হবে। সাউদাম্পটন টেস্টে ইংল্যান্ডের কাছে হারের পর এই মন্তব্য করেছেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। গতকাল ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের চতুর্থ টেস্টের চতুর্থ দিনেই ভারত ৬০ রানে হেরে গিয়েছে। জয়ের জন্য ২৪৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত মাত্র ১৮৪ রানেই গুটিয়ে যায়। এর ফলে ভারত একম্যাচ বাকি থাকতেই ১-৩ সিরিজ হেরে গেল। কোহলি বলেছেন, ক্রিজে থাকার সময়ই পরিস্থিতি বুঝতে হবে, খেলার পর নয়।

কোহলি বলেছেন, স্কোরবোর্ডের দিকে তাকিয়ে বলতেই পারি যে, আমরা ৩০ বা ৫০ রান দূরে ছিলাম। কিন্তু তা পরে বুঝলে চলবে না। খেলার সময়ই তা বুঝে নিতে হবে। জানি যে, আমরা ভালো ক্রিকেট খেলেছি। কিন্তু এই একই কথা বারবার বলে চলা যায় না যে, আমরা লড়াই করেছি। এতটা কাছে আসার পরও সীমা পেরিয়ে এগোনোর কৌশলটা রপ্ত করার প্রয়োজন রয়েছে। আমাদের সেই ক্ষমতা রয়েছে। সেজন্যই আমরা জয়ের এতটা কাছে পৌঁছতে পারছি। কিন্তু চাপের মুখ কীভাবে পরিস্থিতি সামাল দেওয়া যায়, তা শিখতে হবে।

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকা সফরেও প্রথম দুটি টেস্টে হেরে তৃতীয় তথা শেষ টেস্টে জয় পেয়েছিল ভারত।

কোহলি বলেছেন, বিদেশ সফরগুলিতে ভারতীয় দলকে আরও বেশি নির্দয় ও নির্ভীক হতে হবে। তিনি বলেছেন, এই ম্যাচেও আমরা যখন চালকের আসনে ছিলাম তখন ওই পরিস্থিতির সদ্ব্যবহার করতে সমর্থ ছিলাম। বিপক্ষকে বারবার ফিরে আসার সুযোগ দিতাম না। এই ভুল থেকে আমাদের শিক্ষা নিতে হবে।

কোহলি বলেছেন, নটিংহ্যামে তিনদিনই আমরা নির্দয় ছিলাম। তাই ম্যাচের রাশ নিতে পেরেছিলাম। তাই ওভাবেই কোনও সিরিজ শুরু কীভাবে করা যায়, তা আমাদের ভেবে দেখতে হবে। সিরিজের শুরুতেই দল হিসেবে আরও বেশি আগ্রাসী ও নির্ভীক থাকতে হবে।