মুম্বই: বিশ্বের প্রবীণতম টেনিস প্লেয়ার হিসেবে ফরাসি ওপেন খেতাব জয় করলেন রাফায়েল নাদাল। এই নিয়ে সর্বাধিক ১৪ বার। ক্লে কোর্টের সিংহাসনে যে শুধু তিনিই সম্রাট তা আরও একবার বুঝিয়ে দিলেন স্প্যানিশ টেনিস তারকা। এদিন ক্যাসপার রুডকে স্ট্রেট সেটে হারিয়ে খেতাব জেতেন রাফা। তার জয়ের সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বন্যা দেখা যায়। সেই তালিকায় রয়েছেন ভারতীয় ক্রিকেটের ২ নক্ষত্র সচিন তেন্ডুলকর ও বীরেন্দ্র সেহওয়াগও। 


কী লিখলেন সচিন?


নিজের শুভেচ্ছা বার্তায় সচিন তেন্ডুলকর লেখেন, ''কোর্টে নেমে দুরন্ত লড়াই করে ১৪ তম ফরাসি ও ওপেন ও ২২ তম গ্র্যান্ডস্লাম জয়। এই ৩৬ বছর বয়সেও চ্যাম্পিয়ন হওয়া। সত্যিই অসাধারণ কৃতিত্ব। নাদাল তোমাকে অনেক অনেক শুভেচ্ছা।''


 






সেহওয়াগের শুভেচ্ছা বার্তা


নাদালের জয়ের মুহূর্তের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে সেহওয়াগ লিখেছেন, ''ক্লে কোর্টের সম্রাট। অনবদ্য! চ্যাম্পিয়ন। ১৪ তম গ্র্যান্ডস্লাম জয়। নাদাল অনেক শুভেচ্ছা।'' 


 






স্ট্রেট সেটে জয় নাদালের


ফরাসি ওপেন চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল। স্ট্রেট সেটে ক্যাসপার রুডকে হারিয়ে ১৪ বারের জন্য ক্লে কোর্টে খেতাব জয় স্প্যানিশ টেনিস তারকার। সেমিফাইনালে জেভেরেভকে হারানোর পরই মনে করা হয়েছিল যে ফাইনালে হয়ত খুব একটা কঠিন লড়াইয়ের মুখে পড়তে হবে না। ঠিক সেটাই হল। এদিন খেলার ফল নাদালের পক্ষে ৬-৩, ৬-৩, ৬-০। ২৩ বছরের রুড এদিন দাঁড়াতেই পারেননি নাদালের সামনে। এদিন মাত্র ২ ঘণ্টা ১৮ মিনিটের লড়়াই শেষেই খেতাব জিতে নেন নাদাল। এই প্রথম একই মরসুমে অস্ট্রেলিয়ান ওপেন ও ফরাসি ওপেন একসঙ্গে জিতলেন বিশ্বের ৩ নম্বর টেনিস তারকা।