সিডনি: বল বিকৃতি কেলেঙ্কারিতে জেরবার টিম অস্ট্রেলিয়ার কোচের দায়িত্ব গ্রহণ করলেন জাস্টিন ল্যাঙ্গার। তিনটি ফরম্যাটেই এই প্রাক্তন ক্রিকেটারকে দলের কোচ করা হয়েছে। মাঠে অস্ট্রেলিয়া দলের আচরণ স্থির করা এবং দলের প্রতি শ্রদ্ধা ফিরিয়ে আনার দায়িত্ব এখন ল্যাঙ্গারের ঘাড়ে।
৪৭ বছরের প্রাক্তন ওপেনার আগামী ২২ মে দায়িত্ব গ্রহণ করবেন। দীর্ঘ চার বছরের জন্য দলের কোচ করা হয়েছে তাঁকে। তাঁর কোচিংয়েই অস্ট্রেলিয়া দুটি অ্যাসেজ সিরিজ, একটি বিশ্বকাপ এবং একটি টি ২০ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে খেলবে।
উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকা সফরে বল বিকৃতির ঘটনার জেরে এক বছরের জন্য নির্বাসিত হয়েছেন প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথ এবং প্রাক্তন সহ অধিনায়ক ডেভিড ওয়ার্নার। দলের তরুণ খেলোয়াড় ব্যানক্রফ্টকেও নয়মাসের নির্বাসনে পাঠানো হয়েছে। কেলেঙ্কারির ধাক্কা কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন ডারেন লেম্যানও।
এমনই একটা সংকটের সময় অস্ট্রেলিয়া দলের কোচের পদে নিযুক্ত হলেন ল্যাঙ্গার। সাংবাদিক বৈঠকে তিনি বলেছেন, অস্ট্রেলিয়া দল সম্পর্কে অনেক প্রত্যাশা রয়েছে। দলের খেলোয়াড়দের আচরণ যাতে ভালো হয়, তা নিশ্চিত করতে হবে। সেগুলো করতে পারলেই তার ফল পাওয়া যাবে।
একইসঙ্গে দল সম্পর্কে সমীহ আদায় করাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলেও জানিয়েছেন ল্যাঙ্গার।
নতুন কোচ স্মিথ ও ওয়ার্নারদের জন্যও দরজা খোলা রেখেছেন। তিনি বলেছেন, যা ঘটেছে, তা থেকে শিক্ষা নিতে হবে। ওরা খুবই ভালো ছেলে। ওদেরকে এমন ভুল করতে দেখাটা খুবই বিস্ময়কর। কিন্তু ভুল সবাই করে। সময়ের সঙ্গে সেই ভুল শুধরে নিতে হবে। এক্ষেত্রে ওদেরকে যদি সাহায্য করতে পারি এবং ওরা অস্ট্রেলিয়া ক্রিকেট দলের উপযুক্ত থাকলে, তখন অবশ্যই ওদের স্বাগত জানানো হবে।