তুরিন: করোনায় মৃত্যুপুরী ইতালি। বিপুল আর্থিক ক্ষতির মুখে জুভেন্টাস। ক্লাব বাঁচাতে অর্ধেক দরে তারা ছেড়ে দিতে পারে রোনাল্ডোকে। পুরোন ক্লাব রিয়েল মাদ্রিদেই ফিরতে পারেন সিআরসেভেন। খবর ইতালিয় ট্যাবলয়েডসূত্রে।
ছবি-কবিতা-স্থাপত্যের দেশ এখন মৃত্যুপুরী। ইতালিজুড়ে কান পাতলে শুধু কান্নার শব্দ। নোভেল করোনা সংক্রমণে প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা দেশ। চরম সঙ্কটকালে বন্ধ খেলাধুলো। ইউরো চ্যাম্পিয়নশিপ থেকে সিরি এ-বন্ধ যাবতীয় টুর্নামেন্ট। ইতিমধ্যেই করোনায় আক্রান্ত হয়েছেন দিবালা-সহ জুভেন্টাসের বেশ কয়েকজন ফুটবলার। আক্রান্ত দেশের ফুটবল কিংবদন্তী মালদিনিও।
টুর্নামেন্টগুলি বন্ধ হওয়ায় বিপুল লোকসানের মুখে ক্লাবগুলি। আর্থিক ক্ষতির মুখে জুভেন্টাসের মত হেভিওয়েট ক্লাবও। অবস্থা এমন যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মত মহানক্ষত্রকে কার্যত জলের দরে ছেড়ে দিয়েই আর্থিক ক্ষতি সামাল দেওয়ার কথা বিবেচনা করছে ক্লাব, ইতালিয় ট্যাবলয়েড সূত্রে তেমনই খবর।
২০১৮ তে ১০০ মিলিয়ন পাউন্ডের আকাশছোঁওয়া দরে জুভেন্টাসে এসেছিলেন রোনাল্ডো। ভারতীয় মুদ্রায় যা দাঁড়ায় প্রায় ৯৪৭ কোটি টাকা।
এবার, তার অর্ধেক দর ৫০ মিলিয়ন পাউন্ড অর্থাত্ প্রায় ৪৭৩ কোটি টাকায় সিআরসেভেন-কে ছেড়ে দিতে পারে তারা। ফের রিয়েল মাদ্রিদে ফিরতে পারেন ক্রিশ্চিয়ানো।
নতুন মরসুমে রিয়েলের নিশানায় অবশ্য রয়েছেন ফ্রান্সের কিলিয়ান এমব্যাপে। এর মধ্যে রোনাল্ডো ফের মাদ্রিদে ফেরেন কি না, করোনা-কাঁটা সরিয়ে জীবন পুরোন ছন্দে ফিরলে স্প্যানিশ লিগে ফের মেসি-রোনাল্ডো ডুয়েল দেখা যাবে কি না, তা জানতেই এখন উদগ্রীব সবাই।