নয়াদিল্লি: নোভেল করোনাভাইরাস সংক্রমণের জন্য দিল্লির নিজামুদ্দিনে তবলিঘি জামাতের ধর্মীয় সভাকে ইস্যু করে পদকজয়ী কুস্তিগির, রাজনীতিক ববিতা ফোগতের বিতর্কিত ট্যুইটের রেশ অব্যাহত। প্রাক্তন ভারতীয় মহিলা ব্যাডমিন্টন খেলোয়াড় জ্বালা গাট্টা এবার ববিতাকে ট্যুইট প্রত্যাহারের অনুরোধ করে  লিখলেন, দুঃখিত ববিতা, আমার কিন্তু মনে হয় না, ভাইরাস কোনও জাত-ধর্ম দেখে। তোমাকে ওই মন্তব্য তুলে নেওয়ার আবেদন করছি।


ববিতা সম্প্রতি ট্যুইট করেন, করোনাভাইরাসের চেয়েও বড় সমস্যা অশিক্ষিত তবলিঘি জামাতিরা। এজন্য তাঁকে ট্রোল করা হয়, হুমকি দেওয়া হয় বলে দাবি ববিতার। তিনি ট্যুইটের বক্তব্য সমর্থন করে আরও লেখেন, যারা ডাক্তার পুলিশের  হামলা করছে, করোনাভাইরাস ছড়াচ্ছে, তাদের উদ্দেশ্য করেই তিনি ট্যুইট করেছেন।


তবে জ্বালা ববিতাকে বলেছেন, আমরা খেলার দুনিয়ার লোক, দেশের প্রতিনিধিত্ব করি, আর দেশটা খুব সুন্দর, ধর্মনিরপেক্ষ। আমরা জিতলে দেশবাসী খুশিতে মাতেন, আমাদের জয় তাঁদের জয় হয়ে ওঠে। পরে আরও একটি ট্যুইটে জ্বালা লেখেন, ধর্ম পরস্পরকে ঘৃণা, ভেদাভেদ করতে শেখায় না। হিন্দি আমাদের দেশ, ভারত আমাদের সবার।