পাতিয়ালা (পাঞ্জাব): ফের খেলোয়াড় খুন পাঞ্জাবে (Punjab)। এবার গুলি করে খুন করা হয় কবাডি খেলোয়াড় ধর্মেন্দ্র সিংহ (Dharminder Singh)-কে। মঙ্গলবার রাতে পাঞ্জাবের পাতিয়ালায় (Patiala) ঘটনাটি ঘটে।
পুলিশের দাবি:
পুলিশ সূত্রের খবর, পাঞ্জাবের পাতিয়ালায় বিশ্ববিদ্যালয়ের সামনে একটি সংঘর্ষ হয় ওই রাতে। সেখানেই গুলি (Firing) চলে। তখন গুলির আঘাতে মারা যান কবাডি খেলোয়াড় ধর্মেন্দ্র সিংহ। পুলিশ জানিয়েছে, ব্যক্তিগত কোনও শত্রুতার জেরে গুলি করা হয়েছে ধর্মেন্দ্রকে। কিন্তু কারা ওই সময় ঝামেলায় ছিল। কীভাবে ঝামেলা শুরু হল। হঠাৎ গুলি চালানোর মতো ঘটনা কেন ঘটল, তা নিয়েও উঠছে একাধিক প্রশ্ন। গোটা ঘটনায় তদন্ত করছে পুলিশ। আর কেউ ঘটনায় জড়িত কিনা, তার খোঁজ চলছে।
পুলিশ সুপারের বক্তব্য:
পাতিয়ালার এসপি হরপাল সিং বলেছেন, 'একটি মামলা রুজু করা হয়েছে। দোষীর খোঁজে তল্লাশি চলছে। নিহত খেলোয়াড় এবং অভিযুক্ত দুজনেই একই এলাকায় বাসিন্দা। দুজনেই পাতিয়ালা জেলার দাউ কালান (Dau Kalan) গ্রামের বাসিন্দা।'
নিহতের ভাইয়ের দাবি, তাঁর ভাই কবাডি খেলোয়াড় ছিলেন। বিভিন্ন এলাকায় কবাডি (Kabbadi) ম্যাচ আয়োজন করতেন তিনি।
এর আগেও একাধিকবার পাঞ্জাবে গুলিকাণ্ডে নিহত বা জখম হয়েছেন খেলোয়াড়রা। এই বছরেই ১৪ মার্চ, জলন্ধরে কবাডি খেলোয়াড় সন্দীপ নাঙ্গাল আম্বিয়াকে (Sandeep Nangal Ambia) গুলি করে হত্যা করা হয়। একটি প্রতিযোগিতার আয়োজনের জন্য ইংল্যান্ড থেকে পঞ্জাবের জলন্ধরে এসেছিলেন সন্দীপ নঙ্গল। প্রতি বারই এই কবাডি প্রতিযোগিতার আয়োজন করতে তিনি পঞ্জাবে আসেন। সেদিন জলন্ধরের মালিয়ান গ্রামে একটি কবাডি ম্যাচ চলাকালীনই গুলিবিদ্ধ হন সন্দীপ। এক দশকেরও বেশি সময় ধরে দাপটের সঙ্গে কবাডি খেলেছেন সন্দীপ নঙ্গল। শুধু ভারতে নয়, কানাডা, আমেরিকা ও ইংল্যান্ডেও দাপটের সঙ্গে খেলেছেন সন্দীপ। স্টপার পোজিশনে খেলতেন। নিজের অপরিহার্যতার জন্য সার্কিটে ‘ডায়মন্ড’ নামে পরিচিত ছিলেন।
আরও পড়ুন: বড় ধাক্কা রাজস্থানের, গোটা আইপিএল থেকেই ছিটকে গেলেন তারকা পেসার