নয়াদিল্লি: ক্রিকেটের পর এবার কবাডি (Kabaddi World Cup) । ফের বিশ্বজয় ভারতের মহিলাদের । সোমবার মহিলাদের কবাডি বিশ্বকাপের ফাইনালে ভারত চিনা তাইপেকে ৩৫-২৮ ব্যবধানে হারিয়ে দিল । বিশ্বকাপ খেতাব জিতে নিল ।
ফাইনাল খেলাটি হয় ঢাকায় এবং টিম ইন্ডিয়া টানা দ্বিতীয়বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও টিম ইন্ডিয়াকে এই ঐতিহাসিক জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন । ভারতীয় দল পুরো টুর্নামেন্টে দারুণ ছন্দে ছিল এবং অপরাজিত থেকে সেমিফাইনালে পৌঁছেছিল । ভারত সেমিফাইনালে ইরানকে ৩৩-২১ ব্যবধানে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় ।
অন্যদিকে, চিনা তাইপেও কোনও ম্যাচ না হেরে ফাইনালে উঠেছিল, যারা সেমিফাইনালে বাংলাদেশকে ২৫-১৮ ব্যবধানে হারিয়েছিল । প্রো কবাডি লিগে পুনেরি পল্টনের কোচ এবং প্রাক্তন ভারত অধিনায়ক অজয় ঠাকুরও টিম ইন্ডিয়ার প্রশংসা করেছেন । এছাড়াও, হরিয়ানা স্টিলার্সের কোচ মনপ্রীত সিংহও টিম ইন্ডিয়াকে বিশ্বকাপ জেতার জন্য অভিনন্দন জানিয়েছেন ।
প্রধানমন্ত্রী মোদির অভিনন্দন
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতীয় মহিলা কবাডি দলকে বিশ্বকাপ জেতার জন্য অভিনন্দন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, "২০২৫ সালের কবাডি বিশ্বকাপ জিতে সারা দেশের সম্মান বাড়ানোর জন্য আমাদের মহিলা কবাডি দলকে অভিনন্দন । খেলোয়াড়রা অসাধারণ ধৈর্য, প্রতিভা এবং উৎসর্গীকরণের পরিচয় দিয়েছে । এই জয় অগণিত যুবক-যুবতীদের কবাডি খেলার দিকে এগিয়ে যেতে, বড় স্বপ্ন দেখতে এবং বড় লক্ষ্য স্থির করতে উৎসাহিত করবে ।"
মহিলা কবাডি খুব দ্রুত বিশ্বে পরিচিতি লাভ করছে । এই বিশ্বকাপ টুর্নামেন্টে মোট ১১টি দেশ অংশ নিয়েছিল, কিন্তু সবাইকে হারিয়ে ভারত বাজিমাত করেছে ।