নয়াদিল্লি: জাতীয় দলের নির্দেশ সত্ত্বেও ঘরোয়া ক্রিকেট এড়িয়ে যাচ্ছিলেন তাঁরা। কঠোর অবস্থান নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। বার্ষিক চুক্তি থেকে বাদ দিয়েছে দুই ক্রিকেটার - শ্রেয়স আইয়ার ও ঈশান কিষাণকে। যে সিদ্ধান্তকে সমর্থন করলেন বিশ্বকাপজয়ী কপিল দেব (Kapil Dev)। কিংবদন্তি অলরাউন্ডার জানিয়ে দিয়েছেন, সঠিক পদক্ষেপ করেছে বোর্ড।


কপিল বলেছেন, 'এই পদক্ষেপে কয়েকজন ক্রিকেটারের সমস্যা হবে। কিন্তু তবু এটা চালু করা উচিত।' ঘরোয়া ক্রিকেটের প্রথম সারির টুর্নামেন্ট রঞ্জি ট্রফিতে খেলা নিয়ে অনীহা দূর করতে তৎপর ভারতীয় ক্রিকেট বোর্ড। মনে করা হচ্ছে, বারবার চোট বা মানসিক স্বাস্থ্যের দোহাই দিয়ে রঞ্জি ট্রফি এড়িয়ে যাওয়ার ফল ভোগ করতে হয়েছে শ্রেয়স ও ঈশানকে।


কপিল কারও নাম করেননি। তবে ঠারেঠোরে বুঝিয়ে দিয়েছেন, ভারতীয় বোর্ডের পদক্ষেপে তিনি খুশি। কপিল বলেছেন, 'হ্যাঁ, কয়েকজন ক্রিকেটারের সমস্যা হবে। হোক। কিন্তু দেশের চেয়ে বড় কিছু হয় না। ভাল কাজ করেছে বোর্ড। খুব জরুরি পদক্ষেপ করার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডকে অভিনন্দন। ঘরোয়া ক্রিকেটকে বাঁচাতে হলে এটা করতে হবে। আমি খুব দুঃখ পেয়েছি, যখন দেখেছি আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিষ্ঠিতরা ঘরোয়া ক্রিকেট এড়িয়ে যাচ্ছে। সঠিক সময়ে বার্তা দিয়েছে বোর্ড। ঘরোয়া ক্রিকেটের সম্মান ফেরাতে এটা করা দরকার।'


শ্রেয়স আইয়ার (Shreyas Iyer), ঈশান কিষাণরা (Ishan Kishan) জাতীয় শিবিরে না থাকলেও ঘরোয়া ক্রিকেট না খেলায় বোর্ডের কেন্দ্রীয় বার্ষিক (BCCI) চুক্তি থেকে বাদ পড়েছেন। তারপর থেকেই জোরাল প্রশ্ন উঠছে, কেন ভারতীয় দলে না থাকলে বাকিরাও ঘরোয়া ক্রিকেট খেলবেন না। ইরফান পাঠান যেমন দাবি করেছেন, হার্দিক পাণ্ড্যর সীমিত ওভারের ফর্ম্যাটে ঘরোয়া ক্রিকেটে খেলা উচিত। প্রায় চার মাস মাঠের বাইরে থাকার পরেও কীভাবে হার্দিককে বোর্ডের চুক্তির এ ক্যাটাগরিতে রাখা হল, তা নিয়ে প্রশ্ন তোলেন পাঠান।


অন্যদিকে, কীর্তি আজাদ দাবি তুলেছেন, বিরাট কোহলি, রোহিত শর্মাদেরও জাতীয় দলে না থাকলে ঘরোয়া ক্রিকেটে খেলা উচিত। কীর্তি বলেছেন, 'নিয়ম সকলের জন্য একই হওয়া উচিত।'                       






আরও পড়ুন: অভিযোগ জমা পড়েছিল আগেই, কালি ছেটানোর চেষ্টা! গড়াপেটা কাণ্ডে পাল্টা বিস্ফোরণে তোলপাড়


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে