কলকাতা: রাজকোটে অভিষেক টেস্টের দ্বিতীয় ইনিংসে লড়াকু ৪৬। রাঁচিতে কেরিয়ারের দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ৯০ রানের দুরন্ত ইনিংস। উইকেটের পেছনে সাবলীলভাবে সামলেছেন অশ্বিন, কুলদীপ, সিরাজদের। মাঠে ধ্রুব জুড়েলের উপস্থিতি দেখে এতটাই খুশি হয়েছিলেন যে মহেন্দ্র সিংহ ধোনির (Mahendra Singh Dhoni) সঙ্গেও তাঁর তুলনা টেনেছিলেন সুনীল গাওস্কর (Sunil Gavaskar)। এবার সেই ইস্যুতে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। উত্তরপ্রদেশের তরুণ ব্যাটারের প্রশংসা করলেও ধোনির সমকক্ষ হয়ে উঠতে গেলে ধ্রুবকে যে এখনও প্রচুর পথ পেরতে হবে, তা মনে করিয়ে দেন প্রাক্তন ভারত অধিনায়ক।
এক সাক্ষাৎকারে সৌরভ বলেন, ''ধ্রুব জুড়েল দুর্দান্ত ক্রিকেট খেলল চাপের মুখে কঠিন উইকেটে। ও অসাধারণ এক প্রতিভা। কিন্তু ধোনি অন্য জাতের। ধ্রুবকে আগে খেলতে দিন। ধোনি হওয়ার জন্য ২০ বছর সময় লেগেছিল। কমপক্ষে ১৫ বছর তো লেগেই ছিল। জুড়েলের স্পিন, পেসের বিরুদ্ধে খেলার ক্ষমতা প্রশংসনীয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ চাপের মুখে যেভাবে পারফর্ম করেছে জুড়েল, তরুণ ক্রিকেটার হিসেবে ওর আত্মবিশ্বাসও বাড়বে।''
রাঁচি টেস্টে ইংল্যান্ডের প্রথম ইনিংসে ৩৫৩ রানের জবাবে ব্যাট করতে নেমে একটা সময় ১৭৭ রান বোর্ডে তুলতেই ৭ উইকেট খুঁইয়ে বসে ভারত। সেখান থেকে কুলদীব যাদবের সঙ্গে জুটি বেঁধে দলের স্কোরকে অনেকটাই এগিয়ে নিয়ে গিয়েছিলেন ধ্রুব। ৭৩ রানের পার্টনারশিপ গড়ে তোলেন কুলদীপের সঙ্গে। শেষ উইকেটে আকাশ দীপের সঙ্গেও জুটি বাঁধেন তিনি। ৬টি বাউন্ডারি ও ৪টি ছক্কার সাহায্যে ৯০ রানের ইনিংস খেলেন ধ্রুব। রাঁচি টেস্টের দ্বিতীয় ইনিংসেও অপরাজিত ৩৯ রানের ইনিংস খেলেন ধ্রুব।
আইপিএলে দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট পদে রয়েছন সৌরভ। আসন্ন আইপিএলে দিল্লির ডাগআউটেও দেখা যাবে তাঁকে। যেই দলের অংশ ঋষভ পন্থ। গত মরশুমে তিনি নেতৃত্ব দেননি। কারণ গাড়ি দুর্ঘটনায় আহত হওয়ার পর থেকে গত প্রায় দেড় বছর ধরে ক্রিকেটের বাইরেই রয়েছেন দিল্লির তরুণ। তবে আসন্ন আইপিএলে মাঠে নামতে পারেন তিনি। সৌরভ বলেন, ''পন্থ অনেক খাটছে। ও কামব্যাক করতে মুখিয়ে রয়েছে। ও নিজে আত্মবিশ্বাসী। দিল্লি ক্য়াপিটালসের হয়ে ও দিল্লির হয়ে খেলতে মুখিয়ে আছে। আমি ভীষণ খুশি যে পন্থ ফিরে এসেছে ও আসন্ন মরশুমে মাঠে নামতে তৈরি।'' উল্লেখ্য, আগামী ২২ মার্চ থেকে শুরু আইপিএল।