নয়াদিল্লি: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার ২৪ বছর পরে ফের জাতীয় দলে কপিল দেব। তবে এবার ক্রিকেট নয়, ভারতের গলফ দলে সুযোগ পেলেন কপিল। এশিয়া প্যাসিফিক সিনিয়রস প্রতিযোগিতার জন্য ঘোষিত ভারতীয় দলে আছেন ১৯৮৩-র ক্রিকেট বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক। ১৭ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত জাপানে হবে এই গলফ প্রতিযোগিতা। কপিল ছাড়াও ভারতীয় দলে আছেন ১৯৮৩-র বিশ্বকাপ জয়ী দলের উইকেটকিপার সৈয়দ কিরমানি, জাতীয় হকি দলের প্রাক্তন অধিনায়ক আশিস বল্লাল, ক্রিকেটার অজিত আগরকর, মুরলী কার্তিক, বেঙ্কটপতি রাজু, সুজিত সোমসুন্দর ও ধারাভাষ্যকার চারু শর্মা।
ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর কপিলকে প্রায়ই গলফ কোর্সে দেখা যাচ্ছিল। এবার তাঁকে ফের জাতীয় দলে দেখা যাবে। জাতীয় দলের হয়ে খেলার আগে প্রস্তুতি নেওয়ার জন্য বেঙ্গালুরুতে একটি প্রতিযোগিতায় যোগ দেবেন ৫৯ বছর বয়সি কপিল। তাঁর বন্ধু ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার পথে। কিন্তু কপিল এখনও খেলার মাঠ থেকে সরে যাননি।
জাতীয় গলফ দলে কপিল দেব, সৈয়দ কিরমানি
Web Desk, ABP Ananda
Updated at:
29 Jul 2018 06:38 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -