মুম্বই: ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবকে প্রশংসায় ভরিয়ে দিলেন সুনীল গাওস্কর। তাঁর মতে, যাঁদের সঙ্গে খেলেছেন বা অবসরের পর এখনও পর্যন্ত যতজনকে ভারতের হয়ে খেলতে দেখেছেন, তাঁদের মধ্যে কপিলই সবচেয়ে বড় ম্যাচ উইনার। কারণ, তিনি ব্যাটের পাশাপাশি বল হাতেও ভারতকে ম্যাচ জেতাতেন।

২০০২ সালে উইজেডনের বিচারে শতাব্দীর সেরা ভারতীয় ক্রিকেটার নির্বাচিত হন কপিল। তিনি এক্ষেত্রে গাওস্কর ও সচিন তেন্ডুলকরকে পিছনে ফেলে দেন। এই নির্বাচনকে পূর্ণ সমর্থন জানিয়েছেন গাওস্কর। তিনি বলেছেন, কপিলই ভারতের পেসারদের পথ দেখিয়েছেন। পরবর্তীকালে চেতন শর্মা বা জাভাগল শ্রীনাথের মতো যে বোলাররা এসেছেন, তাঁরা কপিলের দেখানো পথেই চলেছেন। কপিলের জন্যই দেশে ভাল মানের পেস বোলার উঠে আসা শুরু হয়েছে।

১৯৮৩ সালে বিশ্বকাপ জেতাকেই ক্রিকেট জীবনের সেরা মুহূর্ত বলে উল্লেখ করেছেন গাওস্কর। তিনি বলেছেন, সেই প্রতিযোগিতার আগে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ক্লাইভ লয়েডের দলের বিরুদ্ধে জয় পাওয়াই তাঁদের আত্মবিশ্বাসী করে তুলেছিল। এরপর বিশ্বকাপের প্রথম ম্যাচেও ওয়েস্ট ইন্ডিজকে হারায় ভারত। অধিনায়ক কপিলই দলকে জয়ের পথ দেখান।