প্যারিস: কাতার বিশ্বকাপ (FIFA WC 2022) শুরুর আগেই চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন করিম বেঞ্জেমা (Karim Benzema)। ফাইনালে তাঁর খেলার জল্পনা থাকলেও, তিনি ফেরেননি। এবার বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ফুটবলকেই বিদায় জানালেন বেঞ্জেমা। আজই আন্তর্জাতিক ফুটবল থেকে নিজের অবসরের কথা ঘোষণা করেন ফ্রান্সের তারকা ফরোয়ার্ড।
দেশঁর সঙ্গে তিক্ত সম্পর্ক
ফ্রান্স কোচ দিদিয়ের দেশঁর সঙ্গে বেঞ্জেমার সম্পর্ক কোনও সময়েই খুব একটা মিষ্টিমধুর ছিল না। সতীর্থ ম্যাথিউ ভালবুয়েনা বেঞ্জেমার বিরুদ্ধে তাঁকে ব্ল্যাকমেল করার অভিযোগ আনার পর তারকা ফরোয়ার্ডকে দীর্ঘদিন ফরাসি দলের বাইরেই রেখেছিলেন দেশঁ। গত বিশ্বকাপেও বেঞ্জেমাকে দলে রাখেননি দেশঁ। তবে পুরনো তিক্ততা ভুলে গত বছরেই ইউরোর আগে ফের একবার বেঞ্জেমাকে দলে ডেকে নেন দেশঁ। জল্পনা অনুযায়ী চলতি বিশ্বকাপে দেশঁর সঙ্গে তাঁর সম্পর্কের ফের অবনতি ঘটে। তার ফলেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন তিনি।
৩৫-র বেঞ্জেমা ফ্রান্স জাতীয় দলের হয়ে ৯৭টি ম্যাচ খেলেছেন। গোল করেছেন ৩৭টি। তবে এখানেই লাঁ ব্লাঁর গয়ে তাঁর সফর শেষ। ,সোশ্যাল মিডিয়ায় নিজের অবসরের সিদ্ধান্ত ঘোষণা করে বেঞ্জেমা লেখেন, 'আমি আজ যেখানে পৌঁছেছি, সেখানে পৌঁছতে গিয়ে আমি প্রচুর খাটা খাটনি করেছি এবং আমার দ্বার অনেক ভুলও হয়েছে। সবটার জন্যই আমি গর্বিত। আমি নিজেই নিজের গল্প লিখেছি। তবে আজ এখানেই সেই গল্প সমাপ্ত হল।'
ফাইনাল শেষেই বিদায়
দুর্ভাগ্যবশত বিশ্বকাপ শুরুর আগেই এ বারের ব্যালন ডি'অর জয়ী তারকা চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে যান। ফ্রান্স তাঁর বদলি হিসাবে কোনও খেলোয়াড়ের নাম ঘোষণা না করারই সিদ্ধান্ত নেয়। বেঞ্জেমার চোট থাকলেও তিনি নাকি বিশ্বকাপে দলের সঙ্গে থাকতে চেয়েছিলেন। তবে দেশঁ তার অনুমতি দেননি। বেঞ্জেমাকে তাই ফরাসি শিবির ছাড়তে হয়। গোটা বিষয়টিতে বেঞ্জেমা বেশ ক্ষুব্ধই হন বলে খবর। শোনা যাচ্ছে ফ্রান্স রাষ্ট্রপতি ইমানুয়েল মাঁকর নাকি বেঞ্জেমাকে ফাইনালে মাঠে থাকার জন্য অনুরোধ করেছিলেন। তবে সেই অনুরোধ রাখেননি বেঞ্জেমা। এবার বিশ্বকাপ ফাইনাল শেষেই চিরতরে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন তিনি।
আরও পড়ুন: 'দিয়েগো নিশ্চয়ই হাসছে', মেসির বিশ্বজয়ে আবেগতাড়িত ব্রাজিল কিংবদন্তি পেলেও