নয়াদিল্লি: ক্রিকেটের থেকে আরেকটি সুযোগ চেয়েছিলেন তিনি। ক্রিকেট তাঁকে সুযোগ দিয়েওছিল। তবে আট বছর পর ইংল্যান্ড সফের ভারতীয় দলের (India vs England) হয়ে কামব্যাকটা করুণ নায়ারের (Karun Nair) জন্য খুব একটা আনন্দদায়ক হয়নি। সিরিজ়ের শেষ টেস্টে একটি অর্ধশতরান হাঁকালেও, বাকি চার টেস্টের প্রতিটি ইনিংসেই প্রায় শুরুটা ভাল করেও বেশিদূর এগোতে পারেননি তিনি। পরিস্থিতি এমনই যে তিনি আর ভবিষ্যতে ভারতীয় দলে সুযোগ পাবেন কি না, সেই নিয়েও সংশয় রয়েছে। এইসব নিয়েই এবার মুখ খুললেন করুণ নায়ার নিজে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে করুণ জানান তিনি ওভালের অর্ধশতরানের ইনিংসটাকে শতরানে পরিণত করতে ব্যর্থ হওয়ায় নিজেই অত্যন্ত হতাশ। করুণ বলেন, 'ওভালে শুরুটা ভাল করার পরেও শতরান করতে না পারায় আমি খুবই হতাশ ছিলাম। তবে ফিরে তাকালে বলব দলের মুশকিল সময়ে ওই প্রথম দিনে মাঠে আমার সময় কাটানোটা অত্যন্ত জরুরি ছিল। অতীতেও আমি ওই মাঠে ভাল পারফর্ম করেছি। আমি নর্দানটসের হয়ে (কাউন্টি ক্রিকেট) সারের বিরুদ্ধে খেলার সময় ১৫০ করেছিলাম। হ্যাঁ হালকা চাপে ছিলাম বটে, তবে মনে মনে বেশ আত্মবিশ্বাসও ছিল। আশা করছিল বড় রানের ইনিংস খেলতে পারব, তবে সেটা তো আর করতে পারিনি।'

নায়ারের ব্যক্তিগত পর্যায়ে সিরিজ়টা খুব ভাল না কাটলেও, পাঁচ ম্য়াচের টানটান সিরিজ়ে দুই দলের ক্রিকেটারদের এবং দর্শকদের  ফিরে দেখার জন্য কিন্তু অনেক হাইলাইটসই রয়েছে। 'সিরিজ়টা অনেক চড়াই, উতরাইয়ে ভর্তি ছিল এবং আমি অনেক মুহূর্তই ফিরে ফিরে দেখি। তবে অতীতে কী হয়েছে ভুলে আগামী কয়েক মাসে কী কী করতে হবে সেই নিয়ে এবার ভাবনাচিন্তা করাটাও জরুরি। আমি যে স্তরেই খেলি না কেন, আমার নিজের একাগ্রতা বজায় রেখে বড় বড় রানের ইনিংস খেলতে হবে।' বলেন অভিজ্ঞ ভারতীয় ক্রিকেটার।

এরপর করুণ নায়ারকে টেস্ট থেকে সোজা টি-টোয়েন্টি ক্রিকেটে নামতে হবে। কর্ণাটকের ঘরোয়া মহারাজা ট্রফিতে খেলতে নামবেন তিনি। গতবারের চ্যাম্পিয়ন মাইসোর ওয়ারিয়ার্সের হয়ে মাঠে নামবেন করুণ। গত মরশুম পর্যন্ত নায়ার বিদর্ভের হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলেছিলেন। তবে শোনা যাচ্ছে তিনি জাতীয় দলে কামব্যাকের পরেই আবারও কর্ণাটকের ঘরোয়া দলে ফিরতে চলেছেন। আসন্ন মরশুমে তাঁকে কর্ণাটকের হয়েই ফের একবার খেলতে দেখা যাবে।