মস্কো: গতকাল রাতে বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়া-ডেনমার্ক ম্যাচ শেষপর্যন্ত দু’দলের দুই গোলরক্ষক ক্যাসপার স্কিমিচেল ও ড্যানিয়েল সুবাসিচের লড়াইয়ে পরিণত হয়েছিল। সেই লড়াইয়ে স্কিমিচেলকে টেক্কা দিলেন সুবাসিচ। তবে ডেনমার্ক টাইব্রেকারে হারলেও, ফুটবলপ্রেমীদের হৃদয় জয় করলেন স্কিমিচেল। বাবা পিটার স্কিমিচেলের মতোই অসাধারণ পারফরম্যান্স দেখালেন তিনি। অতিরিক্ত সময়ের শেষদিকে লুকা মডরিচের পেনাল্টি বাঁচানোর পর টাইব্রেকারেও দু’টি শট বাঁচান স্কিমিচেল। কিন্তু বিপক্ষ গোলরক্ষক সুবাসিচ তিনটি শট বাঁচিয়ে দলকে জিতিয়ে নায়ক হয়ে গেলেন।



এই ম্যাচ দেখতে মাঠে ছিলেন সিনিয়র স্কিমিচেল। ছেলে যখন পেনাল্টি ও টাইব্রেকার বাঁচাচ্ছিলেন, তখন আনন্দে লাফাচ্ছিলেন ডেনমার্কের প্রাক্তন তারকা গোলরক্ষক। তাঁর উল্লাস স্থায়ী না হলেও, সোশ্যাল মিডিয়ায় বাবা-ছেলে প্রশংসিত হচ্ছেন।



এই ম্যাচের শুরুটা যেমন উত্তেজক হয়েছিল, শেষটাও তেমনই আকর্ষণীয় হল। প্রথম মিনিটেই গোল করে ডেনমার্ককে এগিয়ে দেন ম্যাথিয়াস জোরগেনসেন। তিন মিনিট পরেই ম্যাচে সমতা ফেরান ক্রোয়েশিয়ার তারকা মারিও মান্দজুকিচ। এরপর অবশ্য নির্ধারিত সময়ে আর গোল হয়নি। ফলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও গোল হয়নি। এরপর টাইব্রেকারেও দেখা যায় দুর্দান্ত লড়াই। শেষপর্যন্ত ৩-২ জয় পায় ক্রোয়েশিয়া।