নয়াদিল্লি: কেরলে বিধ্বংসী বন্যায় দুর্গতদের সাহায্যে এগিয়ে এলেন ক্রিকেটার সঞ্জু স্যামসন। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১৫ লক্ষ টাকা দান করেছেন ২৩ বছরের এই ক্রিকেটার। সেইসঙ্গে বন্যা কবলিতদের সাহায্যে এগিয়ে আসার জন্য সবার কাছে আর্জি জানিয়েছেন তিনি।
সঞ্জুর বাবা স্যামসন বিশ্বনাথ এবং ভাই স্যালি স্যামসন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে দেখা করে সঞ্জুর হয়ে সাহায্য বাবদ ১৫ লক্ষ টাকার চেক তুলে দেন।

সঞ্জু বলেছেন, কেরলের বন্যা দুর্গতদের সাহায্যে সকলের এগিয়ে আসা দরকার। এই সময় এটাই সবচেয়ে প্রয়োজন। তিনি বলেছেন, এটা প্রচারের কোনও বিষয় নয়। আমি দানধ্যানের কাজ সবাইকে জানিয়ে করি না। এখন বন্যা দুর্গতদের ত্রাণ তহবিলে অর্থ সাহায্য প্রদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা গড়ে তোলার সময়। আমার মতো লোকজনের এই কাজ করে সবাইকে জানানো উচিত। এখন প্রত্যেকের হাত মিলিয়ে কাজ করা এবং বন্যা দুর্গতদের সাধ্যমতো সাহায্য করা দরকার। ত্রাণকার্যের বিষয়টি সম্পর্কে গুরুত্বের বার্তা প্রদান আমি আমার কর্তব্য বলে মনে করি।
সঞ্জু ছাড়াও প্রাক্তন ও বর্তমানের বেশ কয়েকজন ক্রিকেটার কেরলের এই প্রাকৃতিক বিপর্যয়ে শোক প্রকাশ করেছেন।