সেঞ্চুরিয়ন টেস্টের দ্বিতীয় দিন ১০৬ বছরের পুরনো নজির ছুঁলেন কেশব মহারাজ
Web Desk, ABP Ananda | 15 Jan 2018 10:13 AM (IST)
সেঞ্চুরিয়ন: সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে ভারতের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন এক অনন্য নজির স্পর্শ করলেন দক্ষিণ আফ্রিকার বাঁ হাতি স্পিনার কেশব মহারাজ। তিনি বোলিং আক্রমণ শুরু করেন। ১০৬ বছর পর দক্ষিণ আফ্রিকার কোনও স্পিনার টেস্টে প্রথম ওভার বল করলেন। এর আগে ১৯১২ সালে দক্ষিণ আফ্রিকার প্রথম স্পিনার হিসেবে টেস্টে প্রথম ওভারে বল করেন আব্রে ফকনার। গতকাল দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ৩৩৫ রানে অলআউট হয়ে যায়। এরপর ব্যাট করতে নেমে দিনের শেষে ভারতীয় দলের সংগ্রহ ৫ উইকেটে ১৮৩। বিরাট কোহলি ৮৫ ও হার্দিক পাণ্ড্য ১১ রানে অপরাজিত। মহারাজ ১৬ ওভার বল করে ৫৩ রান দিয়ে একটি উইকেট পেয়েছেন। তিনি আউট করেছেন উইকেটে জমে যাওয়া মুরলী বিজয়কে (৪৬)।