লন্ডন: তাঁরা বলিউডের পাওয়ার কাপল। দুজনই প্রথম সারির অভিনেতা। পাড়ি দিয়েছেন বিলেতে। তবে কোনও সিনেমার শ্যুটিংয়ের কাজে নয়। বরং টেনিস প্রেমকে আরও চরিতার্থ করতে।


উইম্বলডন দেখতে গিয়েছেন বলিউডের যুগল কিয়ারা আডবাণী (Kiara Advani) ও সিদ্ধার্থ মলহোত্র (Sidharth Malhotra)। সেখানে গিয়ে কিয়ারা সাফ জানিয়ে দিয়েছেন, তিনি টেনিস আগে বুঝতেন না। এখন সিদ্ধার্থের কাছ থেকে শিখে নিচ্ছেন।


লন্ডনে তখন টিপটিপ বৃষ্টি পড়ছে। সিড-কিয়ারার হাতে ধরা ছাতা। উইম্বলডনের সঞ্চালিকাকে সিদ্ধার্থ বলেন, 'মনে হচ্ছে মুম্বইয়ের বৃষ্টি এখানে চলে এসেছে।' হেসে যোগ করেন, 'প্রথমবার একসঙ্গে উইম্বলডন দেখতে এলাম। খুব উত্তেজিত লাগছে। কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল পর্বে দারুণ কিছু ম্যাচ দেখার জন্য মুখিয়ে রয়েছি। খুব খুশি এখানে আসতে পেরে।'


কিয়ারা বলেন, 'এটা খুব সম্মানের। ও যেমন বলল, আমাদের প্রথমবার উইম্বলডন দেখা। ভীষণ রোমাঞ্চিত।'


পছন্দের টেনিস তারকা কে? ফেভারিট কাকে বাছবেন? সিদ্ধার্থ বলেন, 'জ্যানিক সিনার (Jannik Sinner) ও কার্লোস আলকারাসের (Carlos Alcaraz) ম্যাচ দেখব। দুজনই দারুণ প্লেয়ার।' টেনিস কি খেলেছেন? সিদ্ধার্থ বলেন, 'নয়াদিল্লিতে বড় হয়ে ওঠার সময় ক্লে কোর্টে টেনিস খেলেছি। তবে সেটা কিশোর বয়সে বন্ধুদের সঙ্গে খেলা টেনিস। এই স্তরের নয়। টিভিতে দেখেছি। তবে উইম্বলডন একেবারে সামনে থেকে দেখতে পারাটা ভীষণ রোমহর্ষক।'


কিয়ারা বলেন, 'আমি আগে টেনিস বুঝতাম না। এখন ওর কাছ থেকে শিখছি।' সঞ্চালিকা প্রশ্ন করেন, উইম্বলডন দেখতে এলে স্ট্রবেরিজ অ্যান্ড ক্রিম খেতে হয়। তাতে সিড-কিয়ারা কার্যত সমস্বরে বলেন, 'আর সেটা খাব বলে আগে থেকে কড়া ডায়েট মেনে চলেছি।'


 






টেনিস গ্রহের এমন কোনও তারকা আছে, যিনি বলিউডেও দাপিয়ে বেড়াতেন? সিদ্ধার্থ বলেন, 'ইতিহাস দেখলে মনে হবে, আন্দ্রে আগাসি রকস্টার। ওর যা ব্যক্তিত্ব, দারুণ অভিনেতাও হতে পারে। এমনকী, রজার ফেডেরারও খুব দৃঢ় অভিনেতা হতে পারে। আন্দ্রে বলিউডের গানেও দারুণ হবে।'



 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।