বল লেগে চিড় চোয়ালে, বড়সড় বিপদ থেকে অল্পের জন্য রক্ষা ধোনিদের প্রাক্তন কোচ গ্যারি কার্স্টেনের
আগামী আইপিএলে তাঁকে আরসিবি-র হেড কোচ হিসেবে দেখা যাবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২০১১ সালে ভারতের বিশ্বকাপজয়ী দলের কোচ ছিলেন গ্যারি।
বড়সড় বিপদ না হলেও এই ঘটনার পর গ্যারি সবাইকে অনুশীলনের সময় হেলমেট পরার পরামর্শ দিচ্ছেন।
সঙ্গে সঙ্গে গ্যারিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিত্সা করা হয় তাঁকে।
হোবার্ট হ্যারিক্যান্সের অধিনায়ক জর্জ বেলি এ খবর জানিয়েছেন। তিনি বলেছেন, বাইরের আউটফিল্ড ভেজা থাকায় ইন্ডোর অনুশীলন চলছিল। সেই সময়ই ওই দুর্ঘটনা ঘটে।
বল সোজা এসে লাগে তাঁর মুখে। শটে এতটাই জোর ছিল যে, গ্যারির কয়েকটি দাঁতও ভেঙে যায়।
দলের অনুশীলনে থ্রোডাউন করাচ্ছিলেন দক্ষিণ আফ্রিকা দলের প্রাক্তন এই ক্রিকেটার। সেই সময়ই দলের ব্যাটসম্যান ডি আর্সি সজোরে একটা শট মারেন। মুখ সরিয়ে নেওয়ার সময় পাননি ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন কোচ।
অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ লিগে হোবার্ট হ্যারিক্যান্সের কোচ গ্যারি। দলের অনুশীলনের সময় একটা বল সপাটে তাঁর মুখে এসে আছড়ে পড়ে। চোয়ালে চিড় ধরে যায় তাঁর।
বিগ ব্যাশ লিগ টুর্নামেন্টে বড়সড় দুর্ঘটনা থেকে কোনওক্রমে রক্ষা। এই ঘটনায় গুরুতর জখম হলেন ক্রিকেট দুনিয়ার অন্যতম বিশিষ্ট কোচ গ্যারি কার্স্টেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -