কলকাতা:


কেকেআরের শাপমোচন


ওয়াংখেড়ে স্টেডিয়ামে ১২ বছরের অভিশাপ কাটল কলকাতা নাইট রাইডার্সের। মুম্বই ইন্ডিয়ান্সকে ২৪ রানে হারিয়ে প্লে অফের দিকে আরও এক কদম এগিয়ে গেলেন শাহরুখ খানের নাইটরা। সেই শহরে, যেখানে একটা জয়ের জন্য দলের কাছে কাকুতি-মিনতি করেছেন শাহরুখ। তাঁর সেই বিখ্যাত মন্তব্য, 'এই শহর আমাকে বাদশা বলে ডাকে। এখানে অন্তত একবার তোমরা জেতো।' আইপিএলের ১৭ বছরের ইতিহাসে ওয়াংখেড়েতে একবারমাত্র জিতেছিল কেকেআর। ২০১২ সালে। সেই ম্যাচের নায়ক ছিলেন নারাইন। ৪ উইকেট নিয়ে। এদিনও সেই নারাইন জ্বলে উঠলেন। ৪ ওভারে মাত্র ২২ রান খরচ করে নিলেন ২ উইকেট। ৪ ওভারে ২২ রানে ২ উইকেট বরুণ চক্রবর্তীরও। ৪ উইকেট স্টার্কের। ২ উইকেট আন্দ্রে রাসেলের। প্রথমে ব্যাট করে ১৯.৫ ওভারে ১৬৯ রানে অল আউট হয়ে গিয়েছিল কেকেআর। রান তাড়া করতে নেমে ১৮.৫ ওভারে শেষ মুম্বই। ১৪৫ রানে।


দল ছাড়ছেন রয়েস


বরুসিয়া ডর্টমুন্ডের (Borussia Dortmund) নাম বললেই সর্বপ্রথম তাঁর নামই মনে পড়ে। দলের সঙ্গে কার্যত সমার্থক হয়ে গিয়েছেন মার্কো রয়েস (Marco Reus)। একাধিক বড় দলের প্রস্তাব নাকচ করে ১২ বছর ডর্টমুন্ডের জার্সিতে খেলেছেন। তবে সেই সুদীর্ঘ সফরের সমাপ্তি ঘটতে চলেছে। চলতি মরশুম শেষেই ডর্টমুন্ড ছাড়তে চলেছেন রয়েস।


আজ, শুক্রবার, ৩ মে ডর্টমুন্ডের তরফে সরকারিভাবে জানিয়ে দেওয়া হয় যে চলতি মরশুম শেষেই ক্লাব ছাড়ছেন জার্মান তারকা। তাঁর চুক্তি এ মরশুমের সঙ্গে সঙ্গেই সমাপ্ত হচ্ছে। ডর্টমুন্ড এবং রয়েস পারস্পরিক আলোচনার মাধ্যমে চুক্তি না বাড়ানোর সিদ্ধান্তই নিয়েছে। ৩৪ বছর বয়সি তারকা ডর্টমুন্ডের যুব দলের অঙ্গ ছিলেন। যুব দল ও সিনিয়র দল মিলিয়ে মোট ২১ বছর ডর্টমুন্ডে কাটিয়েছেন রয়েস। তবে কেরিয়ারের শেষ পর্বে নতুন চ্যালেঞ্জের খোঁজেই তিনি এবার ডর্টমুন্ডকে বিদায় জানাতে চলেছেন। তাঁর দল ছাড়ার সঙ্গে সঙ্গে যে এক সুবর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটতে চলেছে, তা বলাই বাহুল্য।


আইপিএলে ধাঁচে বাংলায় টি-টোয়েন্টি


সময়ের আগে পৌঁছে যাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। অভিজাত হোটেলের ঝাঁ চকচকে বলরুমে আলো ঝলমলে মঞ্চ। কারুকার্য করা চোখধাঁধানো ট্রফি। অনুষ্ঠানে আগাগোড়া পেশাদারি মোড়ক। এক ফ্রেমে বাংলা তথা বিশ্ব ক্রিকেটের দুই কিংবদন্তি - সৌরভ ও ঝুলন গোস্বামী। সঙ্গে লক্ষ্মীরতন শুক্ল থেকে শুরু করে মনোজ তিওয়ারি - বাংলা থেকে জাতীয় দলে খেলা এরকম এক ঝাঁক ক্রিকেটার। আইপিএলে নজরকাড়া অভিষেক পোড়েলের মতো তরুণ। টুর্নামেন্টের ফাঁকে যিনি সময় বার করে হাজির হয়ে গিয়েছিলেন।


বঙ্গ ক্রিকেটে এরকম স্বর্ণালী সন্ধ্যা খুব কমই দেখা গিয়েছে। যা দেখা গেল শুক্রবার। বেঙ্গল প্রো টি-২০ লিগের (Bengal Pro T20) আনুষ্ঠানিক ঘোষণা ও ট্রফি উন্মোচনের মঞ্চে। সৌরভের হাতে যে টুর্নামেন্টের ট্রফি উন্মোচিত হবে, তা আগেই জানিয়েছিল এবিপি আনন্দ। সেই খবরেই অনুমোদন পড়ল শুক্রবার। বাইপাসের ধারে বিলাসবহুল হোটেলে ট্রফি উন্মোচন করলেন জাতীয় দলের কিংবদন্তি অধিনায়ক। সঙ্গে ঝুলন, সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ও অন্যান্য সিএবি কর্তারা, প্রাক্তন ও বর্তমান ক্রিকেটারেরা।


পুরুষ ও মহিলাদের আটটি করে দল নিয়ে হবে টুর্নামেন্ট। ১১ জুন থেকে শুরু হবে বেঙ্গল প্রো টি-টোয়েন্টি। চলবে ২৮ জুন পর্যন্ত। সিএবি ও আরিভা স্পোর্টসের যৌথ উদ্যোগে ৮টি করে পুরুষ ও মহিলা দলকে নিয়ে হবে এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট। শুক্রবার সবকটি দলের ফ্র্যাঞ্চাইজি সত্ত্ব কারা পেল, তাও ঘোষণা করা হল। জানানো হল প্রত্যেক দলের মার্কি প্লেয়ারদের নাম।


ফিজ়ের বিদায়ীবার্তা


চলতি আইপিএলে (IPL 2024) চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) সর্বোচ্চ উইকেটসংগ্রাহক তিনি। তবে দেশের স্বার্থে মাঝপথেই আইপিএল ছেড়ে চলে যেতে হয়েছে মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman)। এক সুন্দর উপহারসমতে, আবেগঘন এক বার্তা দিয়ে বিদায় জানালেন মুস্তাফিজুর।


শুক্রবার, ৩ মে থেকে বাংলাদেশ এবং জিম্বাবোয়ের টি-টোয়েন্টি সিরিজ় শুরু হয়েছে। সেই সিরিজ় খেলতেই আইপিএলের মাঝপথে দেশে ফিরে যেতে হয়েছে তারকা বোলারকে। যাওয়ার আগে তিনি নিজের সঙ্গে করে মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) সই করা এক সিএসকে জার্সিও নিয়ে যান। সেই জার্সিতে স্বাক্ষরের পাশাপাশি মুস্তাফিজুরের উদ্দেশে ধোনি লেখেন, 'ফিজ়কে ভালবাসার সঙ্গে'। সোশ্য়াল মিডিয়ায় ধোনির দেওয়ার সেই উপহার হাতে ধোনির সঙ্গে এক ছবি শেয়ার করেই নিজের বিদায়ী মেসেজ লেখেন মুস্তাফিজুর। 


সেই বার্তায় ধোনিকে তাঁর উপদেশগুলির জন্য ধন্যবাদ জানিয়ে বাংলাদেশি তারকা লেখেন, 'সবকিছুর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ মাহি ভাই। আপনার মতো এক কিংবদন্তির সঙ্গে সাজঘর ভাগ করাটা সবসময়ই বিশেষ অনুভূতির। সবসময় আমার ওপর আস্থা রাখার জন্য অনেক ধন্যবাদ। আপনার দেওয়া পরামর্শ আমি আজীবন মনে রাখব। ভবিষ্যতে ফের আপনার সঙ্গে দেখা করা এবং আপনার পাশাপাশি মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছি।'


'সিনিয়র তরুণ'কে ধোনির বিশেষ উপহার


বয়স সেঞ্চুরি পার করেছে। তবে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) বলতে অন্ধ তিনি। সেই এস রামদাসকে এক বিশেষ উপহার দিলেন মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni)। 


সম্প্রতি চেন্নাই সুপার কিংসের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও আপলোড করা হয়েছে। সেই ভিডিওতে ১০৩ বছর বয়সি এস রামদাসকে মহেন্দ্র সিংহ ধোনি নিজে এক জার্সি উপহার দেন। সেই জার্সিতে ধোনির অটোগ্রাফ তো ছিলই, ছিল এক বিশেষ বার্তাও। পাশাপাশি জার্সির পিছনে রামদাসের নামও ছিল। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। প্রশংসাও কুড়িয়েছেন ধোনি। তবে রামদাস কিন্তু সেঞ্চুরি পার করেও নিজেকে প্রবীণ মানতে নারাজ।


সিএসকের পোস্ট করা ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, 'আমার বয়স ১০৩ বছর। তবে আমি বুড়ো নই। আমি সিনিয়র তরুণ! ক্রিকেট আমার খুবই পছন্দের। নিয়মিত ক্রিকেট দেখিও আমি।'


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: কেন টি-২০ বিশ্বকাপের দলে নেই রিঙ্কু? কারণ ব্যাখ্যা করে দিলেন সৌরভ