Indoor Plants Benefits In Summer: গরমকালে ঘর ঠাণ্ডা রাখতে আমরা নানা পন্থা নিয়ে থাকি। সবচেয়ে পরিচিত ও আরামের পথটি হল এসি চালিয়ে দেওয়া। কিন্তু এতে নিজেরা ঠাণ্ডা থাকলেও পরিবেশকে উষ্ণ করে ফেলি আমরা। সম্প্রতি এবিপি লাইভে এমনটাই বলছিলেন বিশিষ্ট পরিবেশবিদ সুভাষ দত্ত। পরিবেশ উষ্ণ হওয়ার কারণ এর থেকে প্রচুর পরিমাণে গ্রিন হাউস গ্যাস তৈরি হয়। যা পরিবেশের তাপমান কমানোর বদলে বাড়িয়ে দেয়। তাহলে ঘর ঠাণ্ডা রাখার উপায় কী ? প্রথমে জেনে নেওয়া যাক ঘর গরম হওয়ার কারণ।


ঘর কেন গরম হয় ?



  • প্রথম ও প্রধান কারণ সূর্যের কড়া তাপ। যা সোজা ঘরে এসে পড়ে।

  • এর পাশাপাশি দূষণ অবশ্যই একটি বড় কারণ। দূষণের জেরে শহরাঞ্চলে বেশি গরম হয়। গ্রামাঞ্চলে কম ঠাণ্ডা হয়।

  • অন্যদিকে বায়ুর জলীয় বাষ্পও তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। খুব বেশি বা কম আর্দ্রতা থাকলে বেশি গরম লাগে।


ইনডোর প্ল্যান্টই ঠাণ্ডা রাখবে ঘর


ঘরের মধ্যে ইনডোর প্ল্যান্ট লাগাতে পারেন। তাহলে ঘর ঠান্ডা রাখার পাশাপাশি আরও বেশ কিছু উপকার পাওয়া যাবে। এসির মতো ঠাণ্ডা হবে না ঘর। কিন্তু স্বস্তি পাওয়ার মতো ঠান্ডা অবশ্যই হবে। কী কী ইনডোর প্ল্যান্ট এই সময় লাগানো যেতে পারে । জেনে নেওয়া যাক।


পিস লিলি -  পিস লিলির পাতা বেশ বড়। এর ফলে এটি বেশি কার্বন ডাইঅক্সাইড শুষে নেয়। পাশাপাশি বেশি অক্সিজেন তৈরি করে। এতে ঘর ঠাণ্ডা থাকে।


পথস - পথস সাধারণত মানি প্ল্যান্ট বা টাকার গাছ হিসেবেই পরিচিত। এটি ঘরে লাগালে ঘরের হাওয়া দ্রুত শুদ্ধ হয়ে যায়। পাশাপাশি ঘরের তাপমানও কমে যায়।


স্নেক প্ল্যান্ট - অন্যান্য ইনডোর প্ল্যান্টের মতোই এটির প্রথম কাজ ঘরের হাওয়া শুদ্ধ। কার্বন ডাই অক্সাইড কমিয়ে অক্সিজেনের জোগান দেয় স্নেক প্ল্যান্ট। এছাড়াও, ঘরের তাপমাত্রা বাড়তে দেয় না।


অ্যালোভেরা - ত্বকের পরিচর্যায় অনেকেই অ্যালোভেরা ব্যবহার করেন। কিন্ত এর আরও বেশ কিছু গুণ রয়েছে। যেমন ঘর ঠাণ্ডা রাখতে সাহায্য করে এটি। পাশাপাশি অক্সিজেনের মাত্রা নিয়ন্ত্রণে রাখে।


ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।


আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন - Refrigerated Food Reheating: ঠাণ্ডা খাবার গরম করে খাওয়া ভাল ? সব খাবারে একই নিয়ম খাটে ?