সন্দীপ সরকার, কলকাতা: হারের হ্যাটট্রিকের পর পয়েন্ট টেবিলে আইসিইউতে রয়েছে দল। অন্তত জেনারেল বেডে ফেরার জন্য জয় আর ২ পয়েন্ট আপদকালীন ওষুধের কাজ করতে পারত। কিন্তু সঞ্জীবনীর দেখা পেল না কলকাতা নাইট রাইডার্স। উল্টে ঘরের মাঠে ফের ৪৯ রানে হারের পটাশিয়াম সায়ানাইড হজম করতে হল। ৭ ম্যাচের পাঁচটিতে হেরে পয়েন্ট টেবিলে আট নম্বরে ধুঁকছে কেকেআর। টানা চার ম্যাচে হেরে প্লে অফের দৌড় থেকে নক আউটের মুখে শাহরুখ খান-জুহি চাওলার যোদ্ধারা।


মাথার ওপর চেন্নাই সুপার কিংসের ২৩৫/৪ স্কোরের পাহাড়। চলতি আইপিএলে সবচেয়ে বেশি স্কোর। শুরু থেকে আস্কিং রেট সাড়ে এগারো। তার মধ্যে শুরুতেই এন জগদিশান, সুনীল নারাইন ও বেঙ্কটেশ আইয়ারের উইকেট খুইয়ে ৪৬/৩ হয়ে যাওয়া কেকেআর। সেখান থেকে পাল্টা লড়াই শুরু করলেন জেসন রয়। ইংরেজ তারকা দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে হারা ম্যাচেও দলের সর্বোচ্চ স্কোরার ছিলেন। রবিবারও তিনি যতক্ষণ ক্রিজে ছিলেন, কেকেআরের পাদপ্রদীপ জ্বলছিল। ফিল্ডিং করার সময় সামান্য চোট লেগেছিল। সে জন্য ইনিংস ওপেন করতে নামেননি রয়। পাঁচ নম্বরে নেমে পাল্টা মারের দাওয়াই প্রয়োগ করলেন। ২৬ বলে ৬১ রান করলেন ইংরেজ তারকা। তাঁর ইনিংসে ৫টি চার ও ৫টি ছক্কা। একটি ছক্কা মারলেন ৯২ মিটারের। যা এদিনের সবচেয়ে বড় ছক্কার পুরস্কারও পেল।


সঙ্গী হিসাবে পেলেন রিঙ্কু সিংহকে। ৩৩ বলে ৫৩ রান করে অপরাজিত রইলেন তিনি। ৩টি চার ও ৪টি ছক্কা। তবে ৫ ছক্কার মহাকাব্য আর হয়নি। ২৩৬ রান তাড়া করতে নেমে কেকেআর থমকে গেল ১৮৬/৮-এ। ৪৯ রানে ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে পৌঁছে গেল মহেন্দ্র সিংহ ধোনির সিএসকে।


রবিবাসরীয় ইডেনে এরকম একের পর এক বিস্ময়ের উপকরণ। যেখানে কলকাতা নাইট রাইডার্স হোম ম্যাচ খেলছে। আর গ্যালারি গর্জন করছে, 'সিএসকে... সিএসকে...'। গোষ্ঠ পাল সরণি দিয়ে হেঁটে যেতে গেলে যে শব্দব্রহ্ম শুনে কেউ বিভ্রান্ত হয়ে পড়তে পারেন। কলকাতাতেই আছেন তো! নাকি মেরিনা বিচের ধার ধরে হাঁটছেন!


কেকেআর শিবিরে একটা অভিশাপ বারবার তাড়া করে ফেরে। কোনও ক্রিকেটারকে ছেড়ে দেওয়া হলে অন্য দলে গিয়ে ম্যাচের পর ম্যাচ জিতিয়ে দেন। সূর্যকুমার যাদবকে দেখুন। শুভমন গিলকে দেখুন। কুলদীপ যাদবেরও পুনর্জন্ম হয়েছে দিল্লি ক্যাপিটালসে গিয়ে।


সেই তালিকায় নবতম সংযোজন অজিঙ্কা রাহানে। যাঁকে এ মরসুমের জন্য রিটেন করেনি কেকেআর। মিনি অকশনে তাঁকে কিনেছিল সিএসকে। আর মহেন্দ্র সিংহ ধোনি যে দলের অধিনায়ক, সেখানে টেস্ট ব্যাটসম্যানের তকমা গায়ে সেঁটে যাওয়া ক্রিকেটারও ল্যাপ স্কুপ মারবেন। তিন নম্বরে নেমে ২৯ বলে অপরাজিত ৭১ রান করে দিয়ে যাবেন। ধোনির ব্যাটিং দেখতে মুখিয়ে থাকা গ্যালারি দেখবে, মহানায়কের মঞ্চের আলো কেড়ে নিয়ে যাচ্ছেন এমন একজন, যাঁকে আইপিএলে পার্শ্বচরিত্র দিতে গিয়েও অনেকে দুবার ভাববেন।


সেই রাহানের ব্যাটিং বিক্রমে প্রথমে ব্যাট করে সিএসকে তোলে ২৩৫/৪। রাহানের পাশাপাশি আলো ছড়ালেন ডেভন কনওয়ে ও শিবম দুবে। ৪০ বলে ৫৬ রান করলেন কনওয়ে। ২১ বলে ৫০ রান শিবম দুবের। ধোনি শেষে নেমে খেললেন মাত্র ২ বল। করলেন ২ রান। চলতি আইপিএলে সর্বোচ্চ স্কোর তুলল চেন্নাই।৪৯ রানে ম্যাচ হেরে প্লে অফের দৌড়ে আরও পিছিয়ে পড়ল কেকেআর।


আরও পড়ুন: মহাকাব্যিক মাহি! ইডেনে এলেন, দেখলেন, জয় করলেন...