KKR vs CSK, IPL 2023 Live: নাইটদের ৪৯ রানে উড়িয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে পৌঁছে গেল মাহির সিএসকে
IPL 2023, Match 33, KKR vs CSK: ঘরের মাঠে ধোনির চেন্নাইয়ের সামনে কেকেআর।
৩৩ বলে ৫৩ রানে অপরাজিত রইলেন রিঙ্কু সিংহ। ২০ ওভারে ১৮৬/৮ স্কোরে আটকে গেল কেকেআর। ৪৯ রানে ম্যাচ জিতল ধোনির সিএসকে।
১৯ বলে হাফসেঞ্চুরি জেসন রয়ের। ১৪ ওভারে কেকেআর ১২৭/৪।
২০ বলে ২০ রান করে এলবিডব্লিউ বেঙ্কটেশ আইয়ার। ২০ বলে ২৭ রান করে ফিরলেন নীতীশ রানা। ৮.২ ওভারে কেকেআর ৭০/৪।
সুনীল নারাইনের (০) স্টাম্প ছিটকে দিলেন আকাশ সিংহ। এন জগদিশান ফিরলেন মাত্র ১ রান করে। ২ ওভারের শেষে কেকেআর ৯/২।
দুরন্ত রাহানে। ২৯ বলে ৭১ রানে অপরাজিত রইলেন। যিনি এক সময় কেকেআরের হয়ে খেলতেন। ধোনি ২ রানে অপরাজিত। প্রথমে ব্যাট করে সিএসকে তুলল ২৩৫/৪।
২৪ বলে হাফসেঞ্চুরি রাহানের। ২১ বলে ৫০ রান করে ফিরলেন শিবম দুবে। ১৮ ওভারের শেষে সিএসকে ১৯৯/৩।
৪০ বলে ৫৬ রান করে বরুণ চক্রবর্তীর বলে ফিরলেন কনওয়ে। ১৪ ওভারের শেষে সিএসকে ১৪৫/২।
৩৪ বলে হাফসেঞ্চুরি ডেভন কনওয়ের। ১০.৫ ওভারে ১০০ সম্পূর্ণ সিএসকের।
রুতুরাজ গায়কোয়াড়কে (২০ বলে ৩৫ রান) বোল্ড করে কেকেআরকে প্রথম সাফল্য এনে দিলেন সুয়াশ শর্মা। ৮ ওভারের শেষে সিএসকে ৭৯/১। ক্রিজে নামলেন অজিঙ্ক রাহানে।
মাত্র ১৯ বলে ৩৫ রানে অপরাদিত রুতুরাজ গায়কোয়াড়। ২৩ বলে ৩৭ রান ডেভন কনওয়ের। ৭ ওভারের শেষে সিএসকে ৭২/০।
ভাল শুরু চেন্নাইয়ের। ৪ ওভারের শেষে সিএসকে-র স্কোর ৩১/০।
বাদ পড়লেন লিটন দাস। পরিবর্তে সুযোগ পেলেন ডেভিড উইজা। আইপিএলে অভিষেক হবে তাঁর। মনদীপের পরিবর্তে সুযোগ এন জগদিশানকে।
প্রেক্ষাপট
কলকাতা: আকাশ মেঘলা। বৃষ্টির সম্ভাবনা প্রবল। কিন্তু এসপ্লানেড চত্ত্বর থেকে শুরু করে লেসলি ক্লডিয়াম সরণী পর্যন্ত মানুষের ঢল দেখলে বোঝা দায় যে বৃষ্টি নিয়ে কারও কোনও চিন্তা আছে। কারণ শহরে আজ কেকেআর বনাম সিএসকে ম্যাচ। মহেন্দ্র সিংহ ধোনি নামক এক ব্যক্তির টানে আজ আট থেকে আশি ইডেনে ভরাতে চলেছেন। আর কিছুক্ষণ পরেই শুরু হতে চলেছে ক্রিকেটের নন্দনকাননে ২২ গজে দ্বৈরথ।
সত্যিই কি ইডেনে কেকেআর তাদের হোম ম্যাচ খেলতে নামছে? নাকি অন্তত রবিবারের জন্য মাঠ ভাড়া নিয়ে ফেলেছে সিএসকে?
দুপুর থেকে ময়দানে হলুদ ঝড়। ঝড় বললেও হয়তো কম বলা হয়। বলা উচিত ঘূর্ণিঝড়। সাইক্লোন। রবিবার ইডেনের যাবতীয় আকর্ষণের কেন্দ্রে একজন। তিনি, মহেন্দ্র সিংহ ধোনি। চেন্নাই সুপার কিংসের অধিনায়ক।
সিএসকে জার্সিতে অনন্য সব কীর্তি রয়েছে। ক্যাপ্টেন কুলের হাতে উঠেছে চার-চারটি আইপিএল ট্রফি। একচল্লিশেও অপ্রতিরোধ্য ধোনি। বুড়ো হাড়ে ভেল্কি দেখিয়ে চলেছেন। চলতি আইপিএলে ২১৭ স্ট্রাইক রেটে রান করছেন ধোনি। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ১৭ বলে তাঁর অপরাজিত ৩২ রানের ইনিংস প্রায় ম্যাচ জিতিয়ে দিয়েছিল সিএসকে-কে। ধোনির কি এটাই শেষ আইপিএল? এবারের আইপিএল খেলেই কি বুটজোড়া চিরকালের মতো তুলে রাখবেন মাহি?
ধোনি নিজে কিছু বলেননি। তবে তাঁর কেরিয়ার নিয়ে কে আর কবে পূর্বাভাস করতে পেরেছে? ধোনি যে টেস্ট থেকে অবসর নেবেন, ঘোষণার আগে খোদ কোচ রবি শাস্ত্রীও তা ঘুণাক্ষরে টের পাননি। তবে ধোনি ইঙ্গিত দিয়েছেন, এবারের আইপিএলের পর তাঁকে আর দেখা নাও যেতে পারে। তারপর থেকেই রবিবাসরীয় ম্যাচ নিয়ে উন্মাদনার পারদ তুঙ্গে। কেন?
কারণ, ধোনির শেষ আইপিএল হলে ২৩ এপ্রিলের ম্যাচ হতে পারে শেষবারের মতো ধোনির ইডেনে খেলা। তাই মাহি-দর্শনের সুযোগ হাতছাড়া করতে চাইছেন না কেউই। কেকেআরের হোম ম্যাচে ধোনির জন্য আবেগের যা প্লাবন, তাতে ক্যাপ্টেন কুল স্বয়ং বিভ্রান্ত হতে পারেন। কিংবদন্তি অধিনায়কের মনে হতে পারে, এটা তো মেরিনা বিচের পাশের স্টেডিয়াম নয়। মাঠ লাগোয়া সমুদ্র নেই। রয়েছে গঙ্গা। পাশে বাবুঘাট। চিপকের সঙ্গে ইডেন গার্ডেন্সের বিস্তর ফারাক। মিল শুধু একটা জায়গায়। সেটা হল ধোনির জন্য নিঃশর্ত সমর্থনে। শ্রদ্ধায়। ভালবাসায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -