শারজা: ত্রয়োদশ আইপিএলে আজ, শনিবার দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালস। দু’দলই আজ নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে নামছে। দু’দলই এর আগে তিনটি ম্যাচের মধ্যে দু’টি জিতে চার পয়েন্ট করে পেয়েছে। আজ জিতলে পারলে কলকাতা ও দিল্লি, দু’দলের সামনেই পয়েন্ট তালিকার শীর্ষে চলে যাওয়ার সুযোগ থাকবে। তবে রান রেট ভাল রাখতে হবে। সেই লক্ষ্যেই আজ খেলতে নামছেন দীনেশ কার্তিক-শ্রেয়স আয়াররা।

আজ কলকাতা-দিল্লি ম্যাচ শুরু হবে সন্ধে সাড়ে সাতটা থেকে। এই খেলা দেখা যাবে স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস ১ এইচ ডি, স্টার স্পোর্টস ৩ ও স্টার স্পোর্টস ৩ এইচ ডি চ্যানেলে। এছাড়া বাংলা ধারাভাষ্য সহ খেলা দেখা যাবে জলসা মুভিজ চ্যানেলে। অনলাইনে ম্যাচ সম্প্রচারিত হবে ডিজনি+হটস্টারে। ম্যাচের যাবতীয় খবরের জন্য চোখ রাখুন https://bengali.abplive.com/sports -এ।