শারজা: মহাষ্টমীর দিন দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে জয় এসেছে। আজ দশমীর দিন কিংস ইলেভেন পঞ্জাবের মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচ জিতলে প্লে-অফের আরও কাছাকাছি পৌঁছে যাবেন ইয়ন মর্গ্যানরা। অন্যদিকে, পঞ্জাব যদি আজকের ম্যাচ জিততে পারে, তাহলে প্লে-অফের লড়াই অত্যন্ত আকর্ষণীয় হয়ে যাবে। ফলে আজকের ম্যাচ দু’দলের কাছেই গুরুত্বপূর্ণ।


চলতি আইপিএল-এ দু’দলের প্রথম সাক্ষাতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ২ রানে জয় পেয়েছিল কেকেআর। সেই ম্যাচে ব্যাট হাতে ভাল পারফরম্যান্স দেখিয়েছিলেন দীনেশ কার্তিক ও শুবমান গিল। পঞ্জাবের হয়ে অধিনায়ক কে এল রাহুল ও অপর ওপেনার ময়ঙ্ক অগ্রবাল ভাল পারফরম্যান্স দেখালেও, দলকে জেতাতে পারেননি।

সেই ম্যাচের পর পরিস্থিতি বদলে গিয়েছে। কার্তিকের বদলে কেকেআর-এর অধিনায়ক হয়েছেন মর্গ্যান। অন্যদিকে, পঞ্জাব জিততে শুরু করেছে। রাহুলরা কিছুদিন আগেও পয়েন্ট তালিকায় সবার নীচে ছিলেন। কিন্তু তাঁরাই এখন প্লে-অফের দৌড়ে। ফলে আজকের ম্যাচ কেকেআর-এর পক্ষে সহজ হবে না।

আজ কলকাতার বড় ভরসা দিল্লির বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্স দেখানো বরুণ চক্রবর্তী। এই স্পিনার ধারাবাহিকভাবে ভাল পারফরম্যান্স দেখাচ্ছেন। নীতীশ রানাও ভাল পারফরম্যান্স দেখাচ্ছেন। সুনীল নারাইনও ফর্মে ফিরেছেন।

পঞ্জাবের বড় ভরসা হয়ে উঠতে পারেন ক্রিস গেইল। কেকেআর-এর বিরুদ্ধে বরাবরই জ্বলে ওঠেন এই ক্যারিবিয়ান তারকা। আজও সেই কারণেই তাঁর কাছ থেকে বিস্ফোরক ইনিংসের আশায় থাকতে পারে দল। পাশাপাশি ব্যাটিংয়ে দুই ভরসা রাহুল ও ময়ঙ্ক। স্পিনার রবি বিষ্ণোইও ভাল পারফরম্যান্স দেখাচ্ছেন। ফলে কলকাতার বিরুদ্ধে লড়াই করতে তৈরি পঞ্জাব।