IPL Final Score, KKR vs SRH: হায়দরাবাদকে ৭ উইকেটে হারিয়ে এবারের আইপিএল-এ প্রথম জয় কলকাতার

প্রথম ম্যাচে হারের পর আজ ঘুরে দাঁড়ানোর লড়াই কেকেআর ও এসআরএইচ-এর।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 26 Sep 2020 11:14 PM
কলকাতা নাইট রাইডার্সের পরের ম্যাচ বুধবার, ৩০ সেপ্টেম্বর রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। সেই ম্যাচটি হবে দুবাইয়ে।
প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হারলেও, দ্বিতীয় ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে সহজেই ৭ উইকেটে হারিয়ে ঘুরে দাঁড়াল কলকাতা নাইট রাইডার্স। আজ দীনেশ কার্তিকের দলের জয়ের নায়ক ওপেনার শুবমান গিল। এই ডানহাতি ব্যাটসম্যান ৬২ বলে ৭০ রান করে অপরাজিত থাকেন। ইয়ন মর্গ্যান ২৯ বলে ৪২ রান করে অপরাজিত থাকেন। নীতীশ রানা ১৩ বলে ২৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন।
2nd Innings, Kolkata Knight Riders: ১৮ ওভারের শেষে কলকাতা নাইট রাইডার্সের স্কোর ১৪৫/৩। গিল ৭০, মর্গ্যান ৪২।
2nd Innings, Kolkata Knight Riders: ১৭ ওভারের শেষে কলকাতা নাইট রাইডার্সের স্কোর ১৩১/৩। গিল ৬৮, মর্গ্যান ৩১।
2nd Innings, Kolkata Knight Riders: ১৬ ওভারের শেষে কলকাতা নাইট রাইডার্সের স্কোর ১২০/৩। গিল ৫৯, মর্গ্যান ২৯।
2nd Innings, Kolkata Knight Riders: ১৫ ওভারের শেষে কলকাতা নাইট রাইডার্সের স্কোর ১১৩/৩। গিল ৫৭, মর্গ্যান ২৪।
2nd Innings, Kolkata Knight Riders: ১৪ ওভারের শেষে কলকাতা নাইট রাইডার্সের স্কোর ১০২/৩। গিল ৫৩, মর্গ্যান ১৭।
2nd Innings, Kolkata Knight Riders: ১৩ ওভারের শেষে কলকাতা নাইট রাইডার্সের স্কোর ৯৭/৩। গিল ৫১, মর্গ্যান ১৫।
৪২ বলে অর্ধশতরান করলেন কলকাতা নাইট রাইডার্সের ওপেনার শুবমান গিল। তাঁর এই ইনিংসের সুবাদে জয়ের পথে কেকেআর।
2nd Innings, Kolkata Knight Riders: ১২ ওভারের শেষে কলকাতা নাইট রাইডার্সের স্কোর ৮৯/৩। গিল ৪৫, মর্গ্যান ১৩।
2nd Innings, Kolkata Knight Riders: ১১ ওভারের শেষে কলকাতা নাইট রাইডার্সের স্কোর ৮০/৩। গিল ৪০, মর্গ্যান ১২।
2nd Innings, Kolkata Knight Riders: ১০ ওভারের শেষে কলকাতা নাইট রাইডার্সের স্কোর ৭২/৩। গিল ৩৪, মর্গ্যান ১০।
2nd Innings, Kolkata Knight Riders: ৯ ওভারের শেষে কলকাতা নাইট রাইডার্সের স্কোর ৬৭/৩। গিল ৩১, মর্গ্যান ৮।
2nd Innings, Kolkata Knight Riders: ৮ ওভারের শেষে কলকাতা নাইট রাইডার্সের স্কোর ৬০/৩। গিল ২৯, মর্গ্যান ৩।
2nd Innings, Kolkata Knight Riders: ৭ ওভারের শেষে কলকাতা নাইট রাইডার্সের স্কোর ৫৫/৩। গিল ২৬, মর্গ্যান ১।
৭ নম্বর ওভারে বোলিং করতে এসে দ্বিতীয় বলেই কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিককে (০) এলবিডব্লু করে দিলেন রশিদ খান। ডিআরএস নিয়েও উইকেট বাঁচাতে পারলেন না কার্তিক।
2nd Innings, Kolkata Knight Riders: ৬ ওভারের শেষে কলকাতা নাইট রাইডার্সের স্কোর ৫২/২। গিল ২৪, কার্তিক ০।
2nd Innings, Kolkata Knight Riders: ৫ ওভারের শেষে কলকাতা নাইট রাইডার্সের স্কোর ৪৩/২। গিল ১৫, কার্তিক ০।
বোলিং পরিবর্তন। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে পঞ্চম ওভারে বোলিং করতে এলেন টি নটরাজন। তাঁর চতুর্থ বলে ঋদ্ধিমানের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন নীতীশ রানা (১৩ বলে ২৬ রান)।
2nd Innings, Kolkata Knight Riders: ৪ ওভারের শেষে কলকাতা নাইট রাইডার্সের স্কোর ৩৮/১। গিল ১৪, রানা ২২।
2nd Innings, Kolkata Knight Riders: ৩ ওভারের শেষে কলকাতা নাইট রাইডার্সের স্কোর ২৪/১। গিল ১৩, রানা ১০।
2nd Innings, Kolkata Knight Riders: দ্বিতীয় ওভারের শেষে কলকাতা নাইট রাইডার্সের স্কোর ১২/১। গিল ১২, রানা ০।
সানরাইজার্স হায়দরাবাদের হয়ে দ্বিতীয় ওভারে বোলিং করতে এলেন খলিল আহমেদ। তাঁর দ্বিতীয় বলেই আউট হয়ে গেলেন সুনীল নারাইন (০)।
2nd Innings, Kolkata Knight Riders: প্রথম ওভারের শেষে কলকাতা নাইট রাইডার্সের স্কোর ৬/০। গিল ৬, নারাইন ০।
কলকাতা নাইট রাইডার্সের হয়ে ওপেন করতে নেমেছেন সুনীল নারাইন ও শুবমান গিল। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে বোলিং আক্রমণ শুরু করলেন ভুবনেশ্বর কুমার।
1st Innings, Sunrisers Hyderabad: ২০ ওভারের শেষে সানরাইজার্স হায়দরাবাদের স্কোর ১৪২/৪। নবি ১১, অভিষেক ২।
1st Innings, Sunrisers Hyderabad: ১৯ ওভারের শেষে সানরাইজার্স হায়দরাবাদের স্কোর ১৩৩/৩। ঋদ্ধিমান ৩০, নবি ৬।
1st Innings, Sunrisers Hyderabad: ১৮ ওভারের শেষে সানরাইজার্স হায়দরাবাদের স্কোর ১২৭/৩। ঋদ্ধিমান ৩০, নবি ১।
১৮-তম ওভারে বোলিং করতে এলেন আন্দ্রে রাসেল। তাঁর চতুর্থ বলে কট অ্যান্ড বোল্ড হলেন মণীশ পাণ্ডে (৫১)। তৃতীয় উইকেট হারাল হায়দরাবাদ।
1st Innings, Sunrisers Hyderabad: ১৭ ওভারের শেষে সানরাইজার্স হায়দরাবাদের স্কোর ১১৮/২। মণীশ ৫০, ঋদ্ধিমান ২৪।
1st Innings, Sunrisers Hyderabad: ১৬ ওভারের শেষে সানরাইজার্স হায়দরাবাদের স্কোর ১১০/২। মণীশ ৪৪, ঋদ্ধিমান ২২।
1st Innings, Sunrisers Hyderabad: ১৫ ওভারের শেষে সানরাইজার্স হায়দরাবাদের স্কোর ৯৯/২। মণীশ ৪০, ঋদ্ধিমান ১৫।
1st Innings, Sunrisers Hyderabad: ১৪ ওভারের শেষে সানরাইজার্স হায়দরাবাদের স্কোর ৯৩/২। মণীশ ৩৭, ঋদ্ধিমান ১৩।
1st Innings, Sunrisers Hyderabad: ১০ ওভারের শেষে সানরাইজার্স হায়দরাবাদের স্কোর ৬১/২। মণীশ ১৯, ঋদ্ধিমান ১।
1st Innings, Sunrisers Hyderabad: ১৩ ওভারের শেষে সানরাইজার্স হায়দরাবাদের স্কোর ৮২/২। মণীশ ৩২, ঋদ্ধিমান ৭।
1st Innings, Sunrisers Hyderabad: ১২ ওভারের শেষে সানরাইজার্স হায়দরাবাদের স্কোর ৭৬/২। মণীশ ২৭, ঋদ্ধিমান ৬।

1st Innings, Sunrisers Hyderabad: ১১ ওভারের শেষে সানরাইজার্স হায়দরাবাদের স্কোর ৬৮/২। মণীশ ২১, ঋদ্ধিমান ৪।
1st Innings, Sunrisers Hyderabad: ১০ ওভারের শেষে সানরাইজার্স হায়দরাবাদের স্কোর ৬১/২। মণীশ ১৯, ঋদ্ধিমান ১।
হায়দরাবাদের হয়ে চার নম্বরে ব্যাট করতে নামলেন ঋদ্ধিমান সাহা।
বরুণ চক্রবর্তীর বলে তাঁরই হাতে সহজ ক্যাচ দিয়ে ফিরলেন সানরাইজার্স হায়জদরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। তিনি করলেন ৩৬ রান। ৫৯ রানে ২ উইকেট হারাল হায়দরাবাদ।
1st Innings, Sunrisers Hyderabad: ৯ ওভারের শেষে সানরাইজার্স হায়দরাবাদের স্কোর ৫৯/১। ওয়ার্নার ৩৬, মণীশ ১৮।
কুলদীপের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে ছক্কা মারলেন মণীশ। এই ওভারে উঠল ১০ রান।
1st Innings, Sunrisers Hyderabad: ৮ ওভারের শেষে সানরাইজার্স হায়দরাবাদের স্কোর ৪৯/১। ওয়ার্নার ৩৪, মণীশ ১০।
৮ নম্বর ওভারে বোলিং করতে এলেন বরুণ চক্রবর্তী। তাঁর ওভারে উঠল ৪ রান।
৭ নম্বর ওভারে বোলিং করতে এলেন কুলদীপ যাদব। তাঁর ওভারে উঠল ৫ রান।
1st Innings, Sunrisers Hyderabad: ৭ ওভারের শেষে সানরাইজার্স হায়দরাবাদের স্কোর ৪৫/১। ওয়ার্নার ৩১, মণীশ ৯।
1st Innings, Sunrisers Hyderabad: ৬ ওভারের শেষে সানরাইজার্স হায়দরাবাদের স্কোর ৪০/১। ওয়ার্নার ২৭, মণীশ ৮।
1st Innings, Sunrisers Hyderabad: ৫ ওভারের শেষে সানরাইজার্স হায়দরাবাদের স্কোর ৩৩/১। ওয়ার্নার ২৩, মণীশ ৭।
বোলিং পরিবর্তন। কেকেআর-এর হয়ে পঞ্চম ওভারে বল করতে এলেন শিবম মাভি। তাঁর ওভারে উঠল ৯ রান।
1st Innings, Sunrisers Hyderabad: ৪ ওভারের শেষে সানরাইজার্স হায়দরাবাদের স্কোর ২৪/১। ওয়ার্নার ১৯, মণীশ ০।
প্রথম ম্যাচে বল হাতে ভাল পারফরম্যান্স দেখাতে না পারলেও, দ্বিতীয় ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত বোলিং করছেন কেকেআর-এর তারকা পেসার প্যাট কামিন্স। তাঁর দ্বিতীয় ওভারের পঞ্চম বলে জনি বেয়ারস্টোর বিরুদ্ধে কট বিহাইন্ডের জোরাল আবেদন ওঠে। মাঠের আম্পায়ার আউট দিয়েও দেন। কিন্তু ডিআরএস নিয়ে বেঁচে যান বেয়ারস্টো। তবে পরের বলেই তাঁকে বোল্ড করে দেন কামিন্স। ৫ রান করে ফিরলেন বেয়ারস্টো। ২৪ রানে প্রথম উইকেট হারাল হায়দরাবাদ।
নারাইনের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে ছক্কা মারলেন ওয়ার্নার। এরপর শেষ বলে তিনি বাউন্ডারি মারলেন। এই ওভারে উঠল ১৪ রান।
1st Innings, Sunrisers Hyderabad: তৃতীয় ওভারের শেষে সানরাইজার্স হায়দরাবাদের স্কোর ২২/০। ওয়ার্নার ১৮, বেয়ারস্টো ৪।
1st Innings, Sunrisers Hyderabad: দ্বিতীয় ওভারের শেষে সানরাইজার্স হায়দরাবাদের স্কোর ৮/০। ওয়ার্নার ৬, বেয়ারস্টো ২।
কেকেআর-এর হয়ে দ্বিতীয় ওভারে বোলিং করতে এলেন প্যাট কামিন্স। তাঁর ওভারে উঠল মাত্র ২ রান।
1st Innings, Sunrisers Hyderabad: প্রথম ওভারের শেষে সানরাইজার্স হায়দরাবাদের স্কোর ৬/০। ওয়ার্নার ৫, বেয়ারস্টো ১।
সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ওপেন করতে নামলেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও জনি বেয়ারস্টো। কলকাতা নাইট রাইডার্সের হয়ে বোলিং আক্রমণ শুরু করলেন সুনীল নারাইন।
সানরাইজার্স হায়দরাবাদ দল- ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), জনি বেয়ারস্টো, মণীশ পাণ্ডে, প্রিয়ম গর্গ, মহম্মদ নবি, ঋদ্ধিমান সাহা, অভিষেক শর্মা, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, খলিল আহমেদ ও টি নটরাজন।
কলকাতা নাইট রাইডার্স দল- সুনীল নারাইন, শুবমান গিল, দীনেশ কার্তিক (অধিনায়ক), নীতীশ রানা, ইয়ন মর্গ্যান, আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স, কমলেশ নাগরকোটি, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব ও শিবম মাভি।

প্রেক্ষাপট

আবু ধাবি: কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। তিনি জানিয়েছেন, এই ম্যাচে দলে তিনটি বদল হয়েছে। চোট পাওয়া মিচেল মার্শের বদলে দলে এসেছেন মহম্মদ নবি, বিজয় শঙ্করের বদলে দলে এসেছেন ঋদ্ধিমান সাহা এবং সন্দীপ শর্মার বদলে দলে এসেছেন খলিল আহমেদ।

কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিক জানিয়েছেন, তাঁর দলে দু’টি বদল হয়েছে। নিখিল নায়েক ও সন্দীপ ওয়ারিয়রের বদলে দলে এসেছেন কমলেশ নাগরকোটি ও বরুণ চক্রবর্তী।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.