IPL Final Score, KKR vs MI: মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ৪৯ রানে হেরে গেল কেকেআর

চলতি আইপিএল-এ আজই প্রথম মাঠে নামল কলকাতা নাইট রাইডার্স।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 24 Sep 2020 12:41 AM
মুম্বইয়ের হয়ে ব্যাট হাতে দাপট দেখান অধিনায়ক রোহিত (৮০) ও সূর্যকুমার (৪৭)। বল হাতে ভাল পারফরম্যান্স দেখান বুমরাহ, প্যাটিনসন, বোল্ট ও রাহুল চাহার। তাঁরা দু’টি করে উইকেট নেন। বুমরাহ এক ওভারে রাসেল ও মর্গ্যানের উইকেট তুলে নিয়ে কেকেআর-এর জয়ের আশা শেষ করে দেন।
টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৯৫ রান করে মুম্বই। জবাবে ৯ উইকেটে ১৪৬ রান করেই থেমে গেল কলকাতা।
হার দিয়েই এবারের আইপিএল অভিযান শুরু করল কলকাতা নাইট রাইডার্স। প্রথম ম্যাচে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ৪৯ রানে হেরে গেল দীনেশ কার্তিকের কলকাতা নাইট রাইডার্স। ব্যাটে-বলে দাপট দেখিয়ে জয় তুলে নিল মুম্বই।
2nd Innings, Kolkata Knight Riders: ২০ ওভারের শেষে কলকাতা নাইট রাইডার্সের স্কোর ১৪৬/৯।


2nd Innings, Kolkata Knight Riders: ১৯ ওভারের শেষে কলকাতা নাইট রাইডার্সের স্কোর ১৪২/৮। শিবম মাভি ৬, কুলদীপ যাদব ০।
১২ বলে চারটি ছক্কা ও একটি বাউন্ডারির সাহায্যে ৩৩ রান করে প্যাটিনসনের বলে হার্দিকের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন কামিন্স। ৮ উইকেট হারাল কেকেআর।
১৮ নম্বর ওভারে বুমরাহর বলে হল ২৭ রান। চারটি ছক্কা মারলেন কামিন্স।

2nd Innings, Kolkata Knight Riders: ১৮ ওভারের শেষে কলকাতা নাইট রাইডার্সের স্কোর ১৩৯/৭। প্যাট কামিন্স ৩৩, শিবম মাভি ৪।
2nd Innings, Kolkata Knight Riders: ১৭ ওভারের শেষে কলকাতা নাইট রাইডার্সের স্কোর ১১২/৭। প্যাট কামিন্স ৭, শিবম মাভি ৪।
মাত্র এক রান করেই বোল্টের বলে হার্দিকের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন নিখিল নায়েক। ১০৩ রানে ৭ উইকেট হারাল কেকেআর।
বুমরাহ এক ওভারে জোড়া উইকেট নিয়ে কেকেআর-কে বড় ধাক্কা দিলেন। প্রথমে তিনি বোল্ড করলেন রাসেলকে, তারপর ফিরিয়ে দিলেন মর্গ্যানকে। ফলে কেকেআর-এর জয়ের আশা কার্যত শেষ।
2nd Innings, Kolkata Knight Riders: ১৬ ওভারের শেষে কলকাতা নাইট রাইডার্সের স্কোর ১০২/৬। নিখিল নায়েক ১, প্যাট কামিন্স ১।
১১ বলে ১১ রান করে জসপ্রীত বুমরাহর বলে বোল্ড হয়ে গেলেন আন্দ্রে রাসেল। ১০০ রানে ৫ উইকেট হারাল কেকেআর। এখনও জয়ের জন্য দরকার ২৯ বলে ৯৬ রান।
2nd Innings, Kolkata Knight Riders: ১৫ ওভারের শেষে কলকাতা নাইট রাইডার্সের স্কোর ১০০/৪। মর্গ্যান ১৬, রাসেল ১১।
2nd Innings, Kolkata Knight Riders: ১৪ ওভারের শেষে কলকাতা নাইট রাইডার্সের স্কোর ৯০/৪। মর্গ্যান ১৫, রাসেল ২।
2nd Innings, Kolkata Knight Riders: ১৩ ওভারের শেষে কলকাতা নাইট রাইডার্সের স্কোর ৮২/৪। মর্গ্যান ৮, রাসেল ১।
2nd Innings, Kolkata Knight Riders: ১২ ওভারের শেষে কলকাতা নাইট রাইডার্সের স্কোর ৭৮/৪। মর্গ্যান ৭, রাসেল ০।
২৪ রান করে পোলার্ডের বলে হার্দিকের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন রানা। চতুর্থ উইকেট হারাল কেকেআর।
2nd Innings, Kolkata Knight Riders: ১১ ওভারের শেষে কলকাতা নাইট রাইডার্সের স্কোর ৭২/৩। রানা ২৪, মর্গ্যান ১।
৭১ রানে ৩ উইকেট হারাল কেকেআর। রাহুল চাহারের বলে এলবিডব্লু হয়ে গেলেন কার্তিক। তিনি করলেন ২৩ বলে ৩০ রান।
2nd Innings, Kolkata Knight Riders: ৯ ওভারের শেষে কলকাতা নাইট রাইডার্সের স্কোর ৬৪/২। কার্তিক ২৭, নীতীশ রানা ২১।
জয় পেতে গেলে দ্রুত রান তুলতে হবে কেকেআর ব্যাটসম্যানদের। কার্তিক-রানা সেই চেষ্টাই করছেন।
2nd Innings, Kolkata Knight Riders: ৮ ওভারের শেষে কলকাতা নাইট রাইডার্সের স্কোর ৫৪/২। কার্তিক ২২, নীতীশ রানা ১৬।
2nd Innings, Kolkata Knight Riders: ৭ ওভারের শেষে কলকাতা নাইট রাইডার্সের স্কোর ৪১/২। কার্তিক ১৬, নীতীশ রানা ৯।
2nd Innings, Kolkata Knight Riders: ৬ ওভারের শেষে কলকাতা নাইট রাইডার্সের স্কোর ৩৩/২। কার্তিক ১০, নীতীশ রানা ৭।
কেকেআর-এর হয়ে চার নম্বরে ব্যাটিং করতে নামলেন নীতীশ রানা।
2nd Innings, Kolkata Knight Riders: ৫ ওভারের শেষে কলকাতা নাইট রাইডার্সের স্কোর ২৫/২। কার্তিক ৯, নীতীশ রানা ০।

৯ রান করে প্যাটিসনের বলে ডি ককের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন নারাইন। ২৫ রানে দ্বিতীয় উইকেট হারাল কেকেআর।
2nd Innings, Kolkata Knight Riders: ৪ ওভারের শেষে কলকাতা নাইট রাইডার্সের স্কোর ১৯/১। নারাইন ৮, কার্তিক ৪।
বোল্টের দ্বিতীয় ওভারের চতুর্থ বলে পোলার্ডের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন গিল (৭)। তিন নম্বরে ব্যাটিং করতে নেমেছেন কার্তিক।
2nd Innings, Kolkata Knight Riders: তৃতীয় ওভারের শেষে কলকাতা নাইট রাইডার্সের স্কোর ১৮/১। নারাইন ৭, কার্তিক ৪।
2nd Innings, Kolkata Knight Riders: দ্বিতীয় ওভারের শেষে কলকাতা নাইট রাইডার্সের স্কোর ৮/০। নারাইন ৭, গিল ১।
মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে দ্বিতীয় ওভারে বোলিং করতে এলেন জেমস প্যাটিনসন। এই ওভারের পঞ্চম বলে ছক্কা মারলেন নারাইন। হল মোট ৮ রান।

কেকেআর-এর ইনিংসের প্রথম ওভারই মেডেন। বোল্টের বলে কোনও রান করতে পারলেন না গিল।
2nd Innings, Kolkata Knight Riders: প্রথম ওভারের শেষে কলকাতা নাইট রাইডার্সের স্কোর ০/০।
কলকাতা নাইট রাইডার্সের হয়ে ওপেন করতে নামলেন সুনীল নারাইন ও শুবমান গিল। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে বোলিং আক্রমণ শুরু করলেন ট্রেন্ট বোল্ট।
কেকেআর-এর হয়ে আজ যথেষ্ট খারাপ বোলিং করলেন প্যাট কামিন্স। তিনি ৩ ওভার বোলিং করে দিলেন ৪৯ রান। কোনও উইকেট পাননি।
রোহিত-সূর্যকুমারের জুটিতে যোগ হল ৯০ রান। এরপর রোহিতের সঙ্গে তিওয়ারির জুটিতে যোগ হয় ৪৯ রান। রোহিত যতক্ষণ ক্রিজে ছিলেন, মনে হচ্ছিল মুম্বইয়ের স্কোর ২০০ পেরিয়ে যাবে। তবে রোহিত আউট হয়ে যাওয়ার পর শেষদিকে রান নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হলেন কেকেআর-এর বোলাররা।
কেকেআর-এর হয়ে আজ যথেষ্ট খারাপ বোলিং করলেন প্যাট কামিন্স। তিনি ৩ ওভার বোলিং করে দিলেন ৪৯ রান। কোনও উইকেট পাননি।
রোহিত-সূর্যকুমারের জুটিতে যোগ হল ৯০ রান। এরপর রোহিতের সঙ্গে তিওয়ারির জুটিতে যোগ হয় ৪৯ রান। রোহিত যতক্ষণ ক্রিজে ছিলেন, মনে হচ্ছিল মুম্বইয়ের স্কোর ২০০ পেরিয়ে যাবে। তবে রোহিত আউট হয়ে যাওয়ার পর শেষদিকে রান নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হলেন কেকেআর-এর বোলাররা।
1st Innings, Mumbai Indians: ২০ ওভারের শেষে মুম্বইয়ের স্কোর ১৯৫/৫। পোলার্ড ১৩, ক্রুণাল ১।
1st Innings, Mumbai Indians: ১৯ ওভারের শেষে মুম্বইয়ের স্কোর ১৮২/৫। পোলার্ড ২, ক্রুণাল ১।
১৮ রান করে হিট উইকেট হয়ে গেলেন হার্দিক পাণ্ড্য। ১৮০ রানে ৫ উইকেট হারাল মুম্বই।
1st Innings, Mumbai Indians: ১৮ ওভারের শেষে মুম্বইয়ের স্কোর ১৭৮/৪। হার্দিক ১৭, পোলার্ড ০।
৫৪ বলে ৮০ রান করে শিবম মাভির বলে প্যাট কামিন্সের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। ১৭৭ রানে ৪ উইকেট হারাল মুম্বই।
1st Innings, Mumbai Indians: ১৭ ওভারের শেষে মুম্বইয়ের স্কোর ১৬৭/৩। রোহিত ৭৩, হার্দিক পাণ্ড্য ১৫।
1st Innings, Mumbai Indians: ১৬ ওভারের শেষে মুম্বইয়ের স্কোর ১৪৮/৩। রোহিত ৭২, হার্দিক পাণ্ড্য ০।
মুম্বইয়ের হয়ে চার নম্বরে ব্যাটিং করতে নেমেছেন সৌরভ তিওয়ারি। সূর্যকুমার রান আউট হয়ে গেলেও, অর্ধশতরান পূরণ করলেন রোহিত। বড় স্কোরের জন্য এখন তাঁর দিকেই তাকিয়ে দল।
1st Innings, Mumbai Indians: ১১ ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ৯৯/২। রোহিত ৪৮, সৌরভ তিওয়ারি ০।
রোহিত-সূর্যকুমারের জুটি ভাঙতে সক্ষম হল কেকেআর। ৪৭ করে রান আউট হয়ে গেলেন সূর্যকুমার।
1st Innings, Mumbai Indians: ১০ ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ৯৪/১। সূর্যকুমার ৪৫, রোহিত ৪৫।
কুলদীপের দ্বিতীয় ওভারে উঠল ৬ রান।
1st Innings, Mumbai Indians: ৯ ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ৮৮/১। সূর্যকুমার ৪২, রোহিত ৪৩।
৯ নম্বর ওভারে ফের বোলিং করতে এলেন নারাইন। এই ওভারে উঠল ৫ রান।

1st Innings, Mumbai Indians: ৮ ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ৮৩/১। সূর্যকুমার ৩৯, রোহিত ৪১।
৮ নম্বর ওভারে বোলিং করতে এলেন কুলদীপ যাদব। এই ওভারে উঠল ১১ রান।
1st Innings, Mumbai Indians: ৭ ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ৭২/১। সূর্যকুমার ৩০, রোহিত ৩৯।
৭ নম্বরে এবার বোলিং করতে এলেন কেকেআর-এর তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল। এই ওভারে উঠল ১৩ রান।
1st Innings, Mumbai Indians: ৬ ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ৫৯/১। সূর্যকুমার ২৯, রোহিত ২৭।
৬ নম্বর ওভারে ফের বোলিং পরিবর্তন। এবার সুনীল নারাইনকে আক্রমণে আনলেন কার্তিক। এই ওভারে উঠল ১১ রান।
1st Innings, Mumbai Indians: ৫ ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ৪৮/১। সূর্যকুমার ১৯, রোহিত ২৬।
বোলিং পরিবর্তন কার্তিকের। তিনি পঞ্চম ওভারে বল করতে ডাকলেন প্যাট কামিন্সকে। এই পেসারের শুরুটা ভাল হল না। প্রথম বল ওয়াইড। পরের বলে ছক্কা মারলেন রোহিত। পঞ্চম বলে ফের ছক্কা মুম্বই অধিনায়কের। এই ওভারে উঠল ১৫ রান।
1st Innings, Mumbai Indians: ৪ ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ৩৩/১। সূর্যকুমার ১৮, রোহিত ১৩।

নিজের দ্বিতীয় ওভারে ৯ রান দিলেন মাভি।
নিজের দ্বিতীয় ওভারে ১৬ রান দিলেন সন্দীপ। এই ওভারে চারটি বাউন্ডারি মারলেন সূর্যকুমার।
1st Innings, Mumbai Indians: তৃতীয় ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ২৪/১। সূর্যকুমার ১৬, রোহিত ৬।
1st Innings, Mumbai Indians: দ্বিতীয় ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ৮/১।
কেকেআর-এর হয়ে দ্বিতীয় ওভারে বোলিং করতে এলেন শিবম মাভি। এই ওভারের দ্বিতীয় বলেই তিনি ফিরিয়ে দিলেন ডি কককে (১)। তিন নম্বরে ব্যাট করতে নেমেছেন সূর্যকুমার যাদব। এই ওভারে কোনও রান হল না। চলতি আইপিএল-এ এটাই প্রথম মেডেন ওভার।
প্রথম ওভারে সন্দীপ ভাল বোলিং করলেও, শেষ বলে ছক্কা মারলেন রোহিত। এই ওভারে উঠল ৮ রান।
1st Innings, Mumbai Indians: প্রথম ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ৮/০।
কলকাতা নাইট রাইডার্সের হয়ে প্রথম ওভারে বোলিং করতে এলেন সন্দীপ ওয়ারিয়র। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ওপেন করতে নেমেছেন রোহিত শর্মা ও কুইন্টন ডি কক।
২০১৩ থেকে গত মরসুম পর্যন্ত আইপিএল-এর প্রতিটি সংস্করণে প্রথম ম্যাচ জিতেছে কেকেআর। আজও সেই জয়ের ধারা অব্যাহত রাখাই লক্ষ্য কার্তিকদের।
কলকাতা নাইট রাইডার্স দল- সুনীল নারাইন, শুবমান গিল, নীতীশ রানা, ইয়ন মর্গ্যান, আন্দ্রে রাসেল, দীনেশ কার্তিক (অধিনায়ক), নিখিল নায়েক, প্যাট কামিন্স, কুলদীপ যাদব, সন্দীপ ওয়ারিয়র ও শিবম মাভি।
মুম্বই ইন্ডিয়ান্স দল- রোহিত শর্মা (অধিনায়ক), কুইন্টন ডি কক, সূর্যকুমার যাদব, সৌরভ তিওয়ারি, হার্দিক পাণ্ড্য, কিয়েরন পোলার্ড, ক্রুণাল পাণ্ড্য, জেমস প্যাটিনসন, রাহুল চাহার, ট্রেন্ট বোল্ট ও জসপ্রীত বুমরাহ।

প্রেক্ষাপট

আবু ধাবি: চলতি আইপিএল-এর পঞ্চম ম্যাচে আজ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে লড়াই কলকাতা নাইট রাইডার্সের। আজই প্রথম খেলতে নামল কেকেআর। অন্যদিকে, আজ দ্বিতীয় ম্যাচ খেলতে নামল মুম্বই। প্রথম ম্যাচে আবু ধাবিতেই চেন্নাই সুপার কিংসের কাছে হেরে গিয়েছে মুম্বই। ফলে ঘুরে দাঁড়াতে মরিয়া রোহিত শর্মার দল। অন্যদিকে, মুম্বইকে হারিয়ে এবারের আইপিএল-এর শুরুটা ভালভাবে করতে চায় দীনেশ কার্তিকের কেকেআর। এই ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক কার্তিক। ফলে প্রথমে ব্যাটিং করছে মুম্বই ইন্ডিয়ান্স।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.