IPL Final Score, KKR vs MI: মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ৪৯ রানে হেরে গেল কেকেআর

চলতি আইপিএল-এ আজই প্রথম মাঠে নামল কলকাতা নাইট রাইডার্স।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 24 Sep 2020 12:41 AM

প্রেক্ষাপট

আবু ধাবি: চলতি আইপিএল-এর পঞ্চম ম্যাচে আজ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে লড়াই কলকাতা নাইট রাইডার্সের। আজই প্রথম খেলতে নামল কেকেআর। অন্যদিকে, আজ দ্বিতীয় ম্যাচ খেলতে নামল মুম্বই। প্রথম ম্যাচে আবু ধাবিতেই...More

মুম্বইয়ের হয়ে ব্যাট হাতে দাপট দেখান অধিনায়ক রোহিত (৮০) ও সূর্যকুমার (৪৭)। বল হাতে ভাল পারফরম্যান্স দেখান বুমরাহ, প্যাটিনসন, বোল্ট ও রাহুল চাহার। তাঁরা দু’টি করে উইকেট নেন। বুমরাহ এক ওভারে রাসেল ও মর্গ্যানের উইকেট তুলে নিয়ে কেকেআর-এর জয়ের আশা শেষ করে দেন।