আবু ধাবি: ত্রয়োদশ আইপিএলে আজ, বুধবার কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের লড়াই| পয়েন্ট টেবিলে তিন ও চার নম্বরে রয়েছে দুই দল| আরসিবি জিতলে দুইয়ে উঠে আসার সুযোগ থাকছে|
প্রথম পর্বের সাক্ষাতে কেকেআরকে ৮২ রানে হারিয়েছিল আরসিবি| কেমন হতে পারে আজ দুই দলের প্রথম একাদশ? নাইটরা ধন্দে সুনীল নারাইনকে নিয়ে| অ্যাকশন ছাড়পত্র পেয়েছে| তবে নারাইনের পরিবর্তে খেলে আগের ম্যাচে দুরন্ত পারফরম্যান্স দেখান লকি ফার্গুসন| নারাইনকে খেলাতে হলে একমাত্র উপায় ফর্মে না থাকা আন্দ্রে রাসেলকে না খেলানো| কঠিন সিদ্ধান্ত নিতে হবে নাইট টিম ম্যানেজমেন্টকে|
দুই দলের দুই ক্রিকেটার দাঁড়িয়ে ব্যাক্তিগত কীর্তির সামনে| আজ মর্গ্যানের তিনশোতম টি-টোয়েন্টি ম্যাচ| আর ৫৮ রান করলেই টি-টোয়েন্টিতে ৯০০০ রান হয়ে যাবে ডিভিলিয়ার্সের| দেখে নেওয়া যাক সম্ভাব্য দল|
কলকাতা নাইট রাইডার্স
শুবমান গিল
রাহুল ত্রিপাঠি
নীতিশ রানা
দীনেশ কার্তিক
অইন মর্গ্যান (অধিনায়ক)
আন্দ্রে রাসেল/সুনীল নারাইন
প্যাট কামিন্স
বরুণ চক্রবর্তী
লকি ফার্গুসন
কুলদীপ যাদব
শিবম মাভি/কমলেশ নাগরকোটি
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
অ্যারন ফিঞ্চ
দেবদত্ত পড়িক্কল
বিরাট কোহলি (অধিনায়ক)
এ বি ডিভিলিয়ার্স
শিবম দুবে/গুরকিরাত মান
ওয়াশিংটন সুন্দর
ক্রিস মরিস
ইসুুরু উদানা
মহম্মদ সিরাজ/নবদীপ সাইনি
শাহবাজ আমেদ
যুজবেন্দ্র চহাল
KKR vs RCB, Dream11 Prediction: আজ রাসেল ও নারাইনের মধ্যে কি যে কোনও একজনকে খেলাবে কেকেআর?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
21 Oct 2020 06:50 PM (IST)
ত্রয়োদশ আইপিএলে আজ, বুধবার কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের লড়াই| পয়েন্ট টেবিলে তিন ও চার নম্বরে রয়েছে দুই দল| আরসিবি জিতলে দুইয়ে উঠে আসার সুযোগ থাকছে|
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -