আবুধাবি: ডি’ভিলিয়ার্স সাইক্লোন? না কি ফার্গুসন-ম্যাজিক?  আজ আবু ধাবিতে রাজত্ব কার? আইপিএলে কেকেআর-আরসিবি ফিরতি ডুয়েলের আগে অস্ত্র শানাচ্ছে দুই শিবিরই।


লিগ তালিকায় আপাতত তিন নম্বরে বিরাট ব্রিগেড। চারে মর্গ্যানের কেকেআর। লকি ফার্গুসনের আগুনে স্পেলে হায়দরাবাদ ম্যাচ জেতার পর ঘুরে দাঁড়িয়েছে নাইট রাইডার্স। বুধবার বদলার প্রতিজ্ঞা নিয়ে ২২ গজে নামতে তৈরি উজ্জীবিত কেকেআর। ক্রিকেটারদের বাড়তি আত্মবিশ্বাস জুগিয়েছেন মর্গ্যানের মত অধিনায়ক। বিরাট, ডি’ভিলিয়ার্সদের তারকাখচিত ব্যাটিং লাইন আপকে আটকাতে মর্গ্যানের মগজাস্ত্র আর লকির বোলিং স্ট্র্যাটেজি কতটা কার্যকরী হয়, সেদিকে নজর ক্রিকেটপ্রেমীদের। বোলিং অ্যাকশন জটিলতা কেটেছে। এ-ম্যাচে নামতেই পারেন সুনীল নারাইন। তবে, ভাবাচ্ছে আন্দ্রে রাসেলের ফর্মের খরা। মর্গ্যানের অধিনায়কত্বে ব্যাটিং অর্ডারে স্থিতি কিছুটা ফিরলেও পাওয়ারপ্লে-তে রান রেট বাড়াতে না পারার রোগটা এখনও চিন্তায় রেখেছে কেকেআর টিম ম্যানেজমেন্টকে। আজকের ম্যাচে কি দেখা যাবে অন্য এক নাইট রাইডার্সকে? অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।