KKR vs RCB, IPL 2023 Live: ইডেনে বিরল সমর্থনের সামনে খেই হারাল আরসিবি, ১২৩ রানে শেষ কোহলিদের ইনিংস, জয়ী কেকেআর
IPL 2023, Match 9, KKR vs RCB: চার বছরের দীর্ঘ অপেক্ষা পর অবশেষে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ইডেন গার্ডেন্সে (Eden Gardens) খেলতে নামছে। প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
ABP Ananda Last Updated: 06 Apr 2023 11:22 PM
প্রেক্ষাপট
কলকাতা: চার বছরের দীর্ঘ অপেক্ষা পর অবশেষে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ইডেন গার্ডেন্সে (Eden Gardens) খেলতে নামছে। প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। ইডেনে কি 'রাসেল ঝড়'...More
কলকাতা: চার বছরের দীর্ঘ অপেক্ষা পর অবশেষে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ইডেন গার্ডেন্সে (Eden Gardens) খেলতে নামছে। প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। ইডেনে কি 'রাসেল ঝড়' উঠবে না ফের একবার ব্যাট হাতে জ্বলে উঠবেন বিরাট কোহলি? কেকেআর কী মরসুমের প্রথম দুই পয়েন্ট ঘরে তুলতে পারবে? বৃষ্টিবিঘ্নিত ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে সাত রানে পরাজিত হয়েছিল কেকেআর (KKR)। অপরদিকে, দাপটের সঙ্গে আট উইকেটে মুম্বই ইন্ডিয়ান্সকে পরাজিত করে অভিযান শুরু করেছে আরসিবি (RCB)। ঘরের মাঠে দর্শকদের সামনে এতদিন পরে মাঠে নামতে মুখিয়ে রয়েছেন সুনীল নারাইন। কিন্তু ছন্দে থাকা বিরাট কোহলিকে কি থামাতে পারবে কেকেআর? কোহলির ব্যাট জ্বলে উঠলে কিন্তু নাইটদের চাপটা বাড়বেই। এই ম্যাচের আগেই আবার মেট্রো রেলওয়ের তরফে শহরবাসীর জন্য সুখবর।জানিয়ে দেওয়া হল, ইডেনে আইপিএলের ম্যাচ শেষ হওয়ার পর বিশেষ পরিষেবা দেবে মেট্রো রেলওয়ে। চলবে স্পেশ্যাল রেক। ইডেনে এবারের আইপিএলে ৭টি ম্যাচ হবে। যার মধ্যে একটি ম্যাচ রয়েছে বিকেলে। ৩.৩০ থেকে সেই ম্যাচটি খেলবে কেকেআর। বাকি ৬ ম্যাচই হবে রাতে। খেলা শুরু হবে সাড়ে সাতটায়। শেষ হবে প্রায় এগারোটা। অত রাতে ম্যাচ শেষ হওয়ার পর বাড়ি ফিরতে সমস্যায় পড়েন ক্রিকেটপ্রেমীরা। তাঁদের কথা ভেবেই মেট্রো রেলওয়ে সিদ্ধান্ত নিয়েছে, ইডেনে ম্যাচের দিন বিশেষ পরিষেবা দেওয়া হবে।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
KKR vs RCB Live: টিম মালিক শাহরুখ খানের সামনে নাইট-শো দেখল ইডেন
ঘরের মাঠে কেকেআরের প্রত্যাবর্তন স্মরণীয় হয়ে রইল। প্রথমে ব্যাট করে শার্দুল ঠাকুরের ঝোড়ো ব্যাটিংয়ে ২০৪/৭ তুলল কেকেআর। জবাবে বিরাট কোহলি-ফাফ ডুপ্লেসি-গ্লেন ম্যাক্সওয়েল সমৃদ্ধ ব্যাটিং লাইন আপ ১৭.৪ ওভারে মাত্র ১২৩ রানে গুটিয়ে গেল। ৮১ রানে ম্যাচ জিতে আইপিএলে প্রথম পয়েন্ট ঘরে তুলল কেকেআর। টিম মালিক শাহরুখ খানের সামনে নাইট-শো দেখল ইডেন।