Exit Poll 2024
(Source: Poll of Polls)
ম্যাচ হারার পর মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে দেখা গেল কে এল রাহুলকে, পরে জানালেন এর কারণ
৬০ বলে ৯৪ রানের ঝোড়ো ইনিংস খেলেও আইপিএলের গুরুত্বপূর্ণ খেলায় মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নিজের দল কিংস ইলেভেন পঞ্জাবকে জেতাতে পারলেন না লোকেশ রাহুল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরাহুল বলেছেন, ফুটবল মাঠে এই ঘটনা হামেশাই দেখা যায়। আমরা খুব ভালো বন্ধু। আমরা ফুটবল মাঠের এই ঐতিহ্য ক্রিকেট মাঠেও আনতে চাই।
ম্যাচের পর রাহুলকে নিজের দলের জার্সি খুলে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সি পরতে দেখা গেল।
মুম্বই প্রথমে ব্যাট করে ১৮৬ রান তোলে। জবাবে ১৮৩ রানেই থামতে হয় পঞ্জাবকে।
জসপ্রিত বুমরাহর ৪ ওভারের দুরন্ত স্পেল বদলে দিল ম্যাচের রঙ। লক্ষ্য থেকে মাত্র তিন রান পিছিয়ে থেকেই শেষ করতে হল কিংস ইলেভেনকে।
তিনি আরও বলেছেন, আমাদের মধ্যে এ ব্যাপারে আগে থেকে কোনও কথা হয়নি। কিন্তু ম্যাচের পর হার্দিক আমার জার্সি চাইল। এরপর আমরা একে অপরের সঙ্গে জার্সি বদল করলাম।
কেন তিনি মুম্বই ইন্ডিয়ান্সের জার্সি পরলেন, তা পরে জানালেন রাহুল।
তাঁর সঙ্গে মুম্বই ইন্ডিয়ান্সের হার্দিক পান্ড্যও দলের জার্সি খুলে কিংস ইলেভেনের জার্সি পরলেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -