নয়াদিল্লি: ভারত বনাম জিম্বাবোয়ে (Ind Vs Zim) একদিনের তিন ম্যাচের সিরিজে ভারতের অধিনায়ক হচ্ছেন কে এল রাহুল (KL Rahul)। বেশ কিছুদিন ধরে তিনি চোটের কারণে বাইরে ছিলেন। এর আগে জিম্বাবোয়ে সফরে একদিনের সিরিজের জন্য ভারতের অধিনায়ক হিসেবে শিখর ধবনের নাম জানা গিয়েছিল। কিন্তু আজ বিসিসিআইয়ের পক্ষ থেকে বিবৃতি দিয়ে ঘোষণা করা হয়েছে যে, চোট সারিয়ে ফিরছেন কে এল রাহুল। আর আসন্ন ভারত বনাম জিম্বাবোয়ে একদিনের তিন ম্যাচের সিরিজে তিনিই অধিনায়কত্ব করবেন।
ভারত বনাম জিম্বাবোয়ে একদিনের সিরিজে অধিনায়ক হচ্ছেন কে এল রাহুল-
এদিন বিসিসিআইয়ের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়। তাতে জানানো হয়েছে যে, 'বিসিসিআইয়ের মেডিকেল টিম কে এল রাহুলকে সমস্তরকম পরীক্ষা নীরিক্ষা করেছে। তারা নিশ্চিতভাবে জানিয়েছে যে, জিম্বাবোয়ের বিরুদ্ধে আগামী তিন ম্যাচের একদিনের সিরিজে খেলার জন্য ফিট কে এল রাহুল। দ্য অল ইন্ডিয়া সিনিয়র সিলেকশন কমিটি তাঁকে অধিনায়ক হিসেবে নির্বাচিত করেছে। এবং শিখর ধবনকে ডেপুটি হিসেবে নির্বাচিত করা হয়েছে।'
আরও পড়ুন - Virat Kohli: এশিয়া কাপে জাতীয় দলে ফিরছেন, প্রস্তুতি শুরু করে দিলেন কোহলি
প্রসঙ্গত, ১৮, ২০ ও ২২ অগাস্ট জিম্বাবোয়ের বিরুদ্ধে তিনটি ওয়ান ডে ম্যাচ খেলবে ভারতীয় দল। হারারেতে অনুষ্ঠিত হবে এই ম্য়াচগুলি। এই সিরিজ আইসিসি পুরুষ বিশ্বকাপ সুপার লিগের অংশ। এই লিগের তালিকা অনুযায়ীই দলগুলি পরের বছর ভারতে অনুষ্ঠিত ৫০ ওভারের বিশ্বকাপের যোগ্যতাঅর্জন করবে। আয়োজক দেশ হিসেবে ভারত এমনিই যোগ্যতা অর্জন করে ফেলেছে। জিম্বাবোয়ে ১৫টি ম্য়াচের মধ্যে মাত্র তিনটি জিতে আপাতত তালিকায় ১২ নম্বর স্থানে রয়েছে। ২০১৬ সালের জুন-জুলাই মাসে মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বাধীন ভারতীয় দল শেষবার জিম্বাবোয়ে সফরে (India Tour of Zimbabwe) গিয়েছিল। সেইবার তিনটি ওয়ান ডে এবং সমসংখ্যক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল ভারতীয় দল। তার ছয় বছর পর আবারও জিম্বাবোয়ে সফরে টিম ইন্ডিয়া।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি২০ সিরিজে খেলার কথা ছিল কে এল রাহুলের। অধিনায়ক হিসেবে তাঁর নামই ঘোষণা করা হয়। কিন্তু চোটের কারণে ছিটকে যান তিনি। জার্মানি থেকে অস্ত্রোপচার করে ফেরেন কিছুদিন আগে। চোটের কারণে ইংল্যান্ড সফর থেকেও ছিটকে যান রাহুল।
জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতীয় দলে যাঁরা রয়েছেন- কে এল রাহুল (অধিনায়ক), শিখর ধবন (সহ অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়, শুবমন গিল, দীপক হুডা, ইশান কিষান (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, অক্ষর পটেল, আবেশ খান, প্রসিদ্ধ কৃষ্ণ, মহম্মদ সিরাজ, দীপক চাহার।