কলকাতা: গত ২৪ ঘণ্টায় ফের কিছুটা বাড়ল দৈনিক কোভিড সংক্রমণের গ্রাফ। আগের দিনের তুলনায় সামান্য কিছুটা বেড়েছে দৈনিক কোভিড সংক্রমণ। পাশাপাশি দৈনিক মৃত্যুর সংখ্যা আগের দিনের চেয়ে কমলেও তা একেবারেই নগণ্য। বৃহস্পতিবারের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন কোভিড সংক্রমণ হয়েছে প্রায় ছ'শোর কাছাকাছি।


রাজ্যের কোভিড-গ্রাফ:



  • বুলেটিন অনুযায়ী রাজ্যে (West Bengal) গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত ৫৯৮ জন।

  • আগের দিন নতুন সংক্রমিত ছিল ৫১৯ জন।

  • গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ৪ জনের।

  • গত ২৪ ঘণ্টায় সংক্রমণ মুক্ত হওয়ার সংখ্যা অবশ্য নতুন আক্রান্তের থেকে অনেকটাই বেশি।

  • গত ২৪ ঘণ্টায় রাজ্যে সংক্রমণ মুক্ত হয়েছে ৮০২ জন।

  • রাজ্যে সুস্থতার হার ৯৮.৬৭ শতাংশ।

  • গত ২৪ ঘণ্টায় রাজ্যে পরীক্ষা হয়েছে ১১ হাজার ৯২৩টি কোভিড (Covid) নমুনার।

  • ১১ অগস্টের বুলেটিন অনুযায়ী রাজ্যে পজিটিভিটি রেট (Positivity Rate) ৫.০২ শতাংশ।

  • এখন হোম আইসোলেশনে রয়েছেন ৬ হাজার ২১৭ জন কোভিড আক্রান্ত।

  • হাসপাতালে ভর্তি রয়েছেন ২২১ জন কোভিড আক্রান্ত।

  • বুলেটিন অনুযায়ী রাজ্যে এ দিন ২ লক্ষ ৪৪ হাজার ৮৮টি কোভিড টিকা দেওয়া হয়েছে।



    দেশের কোভিড পরিস্থিতি:
    কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ২৯৯ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫৩ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৫৪। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৬ হাজার ৮৭৯ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৪২ লক্ষ ৬ হাজার ৯৯৬।


আরও পড়ুন: 'নেতা ধরে টিকিট পাবেন না, কাজের মূল্যায়ন হবে', সভা থেকে বার্তা বিশ্বজিতের