অকল্যান্ড: বর্তমানে ভারতীয় দলের সবচেয়ে উপযোগী ক্রিকেটার লোকেশ রাহুল। দলের প্রয়োজনে যো কোনও জায়গায় ব্যাটিং তো করছেনই, সেই সঙ্গে উইকেটকিপিংও করছেন তিনি। শেষ পাঁচটি টি-২০ ম্যাচে তাঁর রান ৩০০-রও বেশি। আজ অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচেও দুর্দান্ত পারফরম্যান্স দেখালেন তিনি। প্রথমে কিপিং করার পর ওপেন করতে নেমে ৫৭ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন এই ডানহাতি ব্যাটসম্যান।


অকল্যান্ডে এই সিরিজের প্রথম ম্যাচেও ৫৬ রান করেছিলেন তিনি। আজকের ইনিংসের পর এই ক্রিকেটার বলেছেন, ‘আগের দিনের চেয়ে আজকের পরিস্থিতি, টার্গেট, পিচ আলাদা ছিল। আমাকে কী করতে হবে সেটা জানতাম। আমি আগের দিনের মতো খেলতে পারিনি। আমার দায়িত্ব অন্যরকম ছিল। আমরা শুরুতেই রোহিত (শর্মা) ও (বিরাট) কোহলির উইকেট হারাই। তাই আমার শেষপর্যন্ত ক্রিজে থাকা জরুরি ছিল।’

নিজের ব্যাটিং সম্পর্কে রাহুল আরও বলেছেন, ‘নিজের খেলা বোঝা এবং ম্যাচ রিডিং আমাকে আরও ধারাবাহিক হতে সাহায্য করেছে। আমি সবসময় দলকে বেশি গুরুত্ব দিই, দলের কী প্রয়োজন, সেটা ভেবে খেলি। গত কয়েকটি টি-২০ ম্যাচে আমি এভাবেই খেলছি।’