মরিসভিল: ২০১৪ সালের পর থেকে আইপিএলে মুকুটহীন কলকাতা নাইট রাইডার্স। একবার ফাইনালে উঠেও হারতে হয়েছে। মেজর লিগ ক্রিকেটেও দুর্দশা ঘুচল না নাইট রাইডার্সের। যেখানে শাহরুখ খান - জুহি চাওলার দল খেলে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স নামে।


মেজর লিগ ক্রিকেটে টানা ৪ ম্যাচ হেরে চ্যাম্পিয়নশিপের দৌড় থেকে ছিটকে গেল নাইট রাইডার্স। বৃহস্পতিবার তাদের ৬ উইকেটে হারিয়ে দিল ওয়াশিংটন ফ্রিডম। আন্দ্রে রাসেল বিধ্বংসী ব্যাটিং করলেন। মাত্র ৩৭ বলে অপরাজিত ৭০ রানের বিধ্বংসী ইনিংস খেললেন ক্যারিবিয়ান তারকা। কিন্তু তাতে শেষরক্ষা হল না। হেলায় সেই রান তুলে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সকে টানা ৪ হারের লজ্জা উপহার দিল ওয়াশিংটন ফ্রিডম।  


 






লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের কাছে এই ম্যাচ ছিল মরণ-বাঁচন। ট্রফির দৌড়ে থাকতে গেলে জিততেই হতো। যেহেতু তার আগে তিন ম্যাচ টানা হেরেছিলেন সুনীল নারাইনরা। টস জিতে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সকে প্রথমে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন ওয়াশিংটন ফ্রিডমের অধিনায়ক মোয়েস অনরিকস। একটা সময় যিনি কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে খেলেছেন। তবে এমএলসি-তে তিনি শাহরুখ-জুহির দলের প্রতিপক্ষ শিবিরে।


প্রথমে ব্যাট করে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স তোলে ১৭৭/৪। শুরুটা ভাব হয়নি লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের। জেসন রয় মাত্র ৭ রান করে ফেরেন। যিনি আইপিএলে কেকেআরের হয়ে নজর কেড়েছিলেন। তবে এদিন ব্যর্থ। উন্মুক্ত চন্দ ২১ বলে ১৮ রান করেন। একটা সময় ১০.৩ ওভারে ৬৮/৪ হয়ে গিয়েছিল লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স। সেখান থেকে রাসেলের ব্যাটে প্রত্যাঘাত। দলকে ভাল জায়গায় নিয়ে যান তিনি।


তবে সেই রান যথেষ্ট ছিল না। ওয়াশিংটন ফ্রিডমের ওপেনার আন্দ্রেস গাউস মাত্র ১৫ বলে ৪০ রান করে আউট হন। তাঁর ইনিংসে ছিল ৫টি চার ও জোড়া ছক্কা। ম্যাথু শর্ট করেন ৩৫ বলে ৪৩। মাত্র ৫.২ ওভারে ৬৮ রান তুলে ফেলে তারা। সেখানেই ম্যাচের মোড় ঘুরে যায়।


আরও পড়ুন: বাবরদের প্রধান নির্বাচক হওয়ার দৌড়ে কেকেআরে খেলে যাওয়া অলরাউন্ডার


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial