কলকাতা: সৌরভ গঙ্গোপাধ্যায়কে আপনি কতটা চেনেন? প্রাক্তন ভারত অধিনায়কের আগামীকাল জন্মদিন। আর তাঁর জন্মদিনের আগেই সৌরভের আরও কিছু অজানা তথ্য এবার আপনাদের সামনে। একনজরে দেখে নিন প্রিন্স অফ ক্যালকাটার জানা-অজানা নানা কাহিনি ----



  • সৌরভ গঙ্গোপাধ্যায়ের মহারাজ নামটি তাঁর বাবা- মায়ের দেওয়া। যার অর্থ হল প্রিন্স বা রাজা। এরপর জিওফ্রে বয়কট তাঁকে প্রিন্স অফ ক্যালকাটা নামে সম্বোধন করেছিলেন। এরপর থেকেই প্রিন্স অফ ক্যালকাটা নামেই বিখ্যাত হয়ে যান সৌরভ।

  • শুরুর দিকে সৌরভ একজন ডানহাতি ব্যাটসম্যান ছিলেন। লেখা, বল করা থেকে শুরু করে মোটামুটি সবকিছুই ডানহাতে করে অভ্যস্ত ছিলেন সৌরভ। কিন্তু দাদা স্নেহাশিস বাঁ-হাতি। দাদার কিটস ব্যবহার করতেন প্রাক্তন ভারত অধিনায়ক। সেই থেকেই পরবর্তীতে বাঁ-হাতি হয়ে যান সৌরভ।

  • ছোটবেলা থেকেই ফুটবলের বিশাল বড় ভক্ত ছিলেন সৌরভ। শুধুমাত্র দাদার ইচ্ছেতেই প্রথমদিকে ক্রিকেট অ্যাকাডেমিতে ভর্তি হয়েছিলেন। কিন্তু পরে দাদাকে টেক্কা দিয়ে রঞ্জিতে বাংলাকে প্রতিনিধিত্ব করেন সৌরভ। দেশের জার্সিতেও সুযোগ পান। বাংলার জার্সিতে সৌরভ সুযোগ পেয়েছিলেন চেটা পেয়ে স্নেহাশিস ছিটকে যাওয়ার পরই। 

  • সৌরভের একটি থ্রি স্টার রেস্টুরেন্ট রয়েছে পার্ক স্ট্রিটে। ২০০৪ সালে সেই রেস্টুরেন্টের উদ্বোধন করেন সচিন তেন্ডুলকর।

  • সৌরভই বিশ্বের একমাত্র ক্রিকেটার যিনি ৪টে ম্যাচে টানা ম্যাচের সেরা হয়েছিলেন। ১৯৯৭ সালে ১৪ সেপ্টেম্বর থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত এই কৃতিত্বের অধিকারী ছিলেন সৌরভ।

  • একবার সিনিয়র ক্রিকেটারদের জন্য জল বইতে না চেয়ে দল থেকে বাদ পড়েছিলেন সৌরভ। তবে যদিও পরে এই অভিযোগ অস্বীকার করেন প্রাক্তন ভারত অধিনায়ক।

  • নিজের ১৬ বছরের কেরিয়ারে একবারের জন্যও সৌরভের টেস্ট গড় ৪০-এর নিচে নামেনি। কেরিয়ারের শেষের সময় তাঁর টেস্ট গড় ছিল ৪২.১৭।


উল্লেখ্য, ১৯৯৬ সালে লর্ডসে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় সৌরভ গঙ্গোপাধ্যায়ের। ২০০০ সালে অধিনায়ক নির্বাচিত হওয়ার পর ২০০৫ সাল পর্যন্ত অধিনায়ক ছিলেন সৌরভ। গ্রেগ চ্যাপেল কোচ হয়ে ভারতে আসার পরই অধিনায়কত্ব খোয়াতে হয়।