মেলবোর্ন: দেশের মাঠে ভারতীয় দল টানা ১৮ টেস্টে অপরাজিত থাকলেও, বিরাট কোহলির দলকে অপ্রতিরোধ্য বলে মানতে নারাজ অস্ট্রেলিয়ার স্পিনার স্টিভ ও’কিফি। তাঁর দাবি, আসন্ন টেস্ট সিরিজে ভারতীয় দলকে হারানো খুব কঠিন। কিন্তু ভারতকে হারানো যাবে না, এমন নয়। ভারতেরও দুর্বলতা আছে। ঘূর্ণি উইকেটে ভারতীয় দলও সমস্যায় পড়তে পারে।

আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া চার টেস্টের সিরিজ। তার আগে ও’কিফি বলেছেন, ‘ভারতীয় দলের রক্ষণে ফাঁক আছে। ওরা মোটেই অপরাজেয় নয়। ঘূর্ণি উইকেটে বিশ্বের সেরা ব্যাটসম্যানও স্বস্তিতে থাকে না। যে উইকেটে বল ঘোরে সেখানে স্ট্যাম্পের সোজাসুজি বল করে, গতির হেরফের ঘটিয়ে এবং অফ স্ট্যাম্পের উপরের অংশ লক্ষ্য করে আক্রমণ করলে উইকেট পাওয়া যায়।’

ভারত সফরের জন্য অস্ট্রেলিয়ার যে দল বেছে নেওয়া হয়েছে, তাতে খুশি ও’কিফি। ভারতের মাটিতে সাফল্য পাওয়ার বিষয়ে আশাবাদী এই স্পিনার। তিনি বলেছেন, ‘অ্যাশটন আগর অত্যন্ত প্রতিভাবান। ও উন্নতি করছে। আমার কোনও সন্দেহ নেই, ভারত সফরে ও অস্ট্রেলিয়ার এক নম্বর ভরসা হবে। গত ভারত সফরে গ্লেন ম্যাক্সওয়েল দারুণ বল করেছিল। ও ব্যাটও ভাল করে। ফলে বাড়তি উদ্যম পাবে। এছাড়া আমি ও দলের বাকিরা আছে। দলের সবাই ভাল সুইপ শট খেলতে পারে। ফলে সুবিধা হবে।’

ভারতের মাটিতে স্পিন বোলিংয়ের বিরুদ্ধে সফল হওয়ার জন্য ইংল্যান্ডের প্রাক্তন বাঁ হাতি স্পিনার মন্টি পানেসরের সাহায্য নিচ্ছে অস্ট্রেলিয়া। তরুণ ব্যাটসম্যান ম্যাট রেনশ পানেসরের সঙ্গে অনুশীলন করছেন। এতে খুশি ও’কিফি। তাঁর মতে, ভারতের পরিবেশ এবং উইকেটের সঙ্গে মানিয়ে নেওয়াই আসল।