একাধিক রেকর্ড কোহলির ব্যাটে, পিছনে ফেললেন সৌরভকে
কোহলির ব্যাটে একের পর এক রেকর্ড গুঁড়িয়ে যাচ্ছে। তৈরি হচ্ছে নয়া রেকর্ড। সেই ধারায় যোগ হল তাঁর কেপটাউনের ইনিংসও। ভারতীয় ব্যাটসম্যান হিসেবে দক্ষিণ আফ্রিকার মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সবচেয়ে বেশি রানের ইনিংসের নজির গড়লেন তিনি। কোহলির আগে এই রেকর্ড ছিল ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের দখলে। ২০০১-এ জোহানেসবার্গে সৌরভ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১২৭ রানের ইনিংস খেলেছিলেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএকদিনের ক্রিকেটে রান মেশিন কোহলির এটি ৩৪ তম শতরান। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই ১৬০ রানের ইনিংস দ্বিতীয় একদিনের ক্রিকেটে তাঁর দ্বিতীয় সর্বাধিক রানের ইনিংস। একদিনের ক্রিকেটে তাঁর সবচেয়ে বেশি রানের ইনিংস ২০১২-তে পাকিস্তানের বিরুদ্ধে ১৮৩।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে সিরিজে দ্বিতীয় শতরান করলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। কেপটাউনে ১৫৯ বলে ১৬০ রানের দুরন্ত ইনিংস খেললেন তিনি। তাঁর ইনিংসে রয়েছে ১২ টি বাউন্ডারি ও ২ ওভার বাউন্ডারি। কোহলির ব্যাটে ভর করেই ভারত ছয় উইকেটে ৩০৩ রান তোলে। এই শতরানের ইনিংসের মাধ্যমে আরও একটি নজির গড়ে ফেললেন কোহলি।
কেপটাউনের উইকেটে ব্যাটিং সহজ ছিল না। কিন্তু কোহলির ইনিংস দেখে তা বোঝার উপায় নেই। শিখর ধবন ছাড়া অন্য ব্যাটসম্যানরা যেখানে বোলারদের সামলাতে হিমশিম খেয়েছেন সেখানে কোহলি শেষপর্যন্ত খেলে অপরাজিত থেকে যান। তাঁর ইনিংসে মাত্র ৬০ রান এসেছে বাউন্ডারি থেকে। বাকি ১০০ রানই এসেছে দুই উইকেটের মধ্যে দৌড়ে।
নিউল্যান্ডসে প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরি করলেন। এর আগে এই মাঠে সেঞ্চুরি রয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের। তিনি ২০০৩-এ এই মাঠে শতরান করেন। কিন্তু সেই শতরান ছিল কেনিয়ার বিরুদ্ধে।
রেকর্ডের এখানেই শেষ নয়। ভারতীয় অধিনায়ক হিসেবে একদিনের ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরি করলেন কোহলি।এক্ষেত্রে সৌরভকে পিছনে ফেলেছেন তিনি। অধিনায়ক হিসেবে সৌরভের ১৪২ ইনিংসে রয়েছে ১১ সেঞ্চুরি। কোহলির ১২ সেঞ্চুরি। তাও মাত্র ৪৩ ইনিংসে।
চলতি সিরিজে এখনও পর্যন্ত ৩১৮ রান করেছেন কোহলি। দক্ষিণ আফ্রিকার মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে বিপক্ষ দলের কোনও ব্যাটসম্যান হিসেবে এটাই সর্বাধিক রান। এর আগে ২০০১-০২-এ অস্ট্রেলিয়ার রিকি পন্টিং করেছিলেন ২৮৩ রান।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -