নয়াদিল্লি: ফের নয়া বিতর্কে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে শর্টস পরে টস করতে আসায় সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়েছেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে প্রস্তুতি ম্যাচ খেলছে ভারত। এই ম্যাচকে প্রথম শ্রেণীর ক্রিকেটের মর্যাদা দেওয়া হয়নি। প্রথম দিনের খেলা বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছিল। ম্যাচ শুরুর আগে প্রতিপক্ষের অধিনায়ক স্যাম হোয়াইটম্যানের সঙ্গে টস করতে আসেন কোহলি। পরনে ছিল শর্টস। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের অধিনায়ক স্যাম হোয়াইটম্যানের সঙ্গে কোহলির টসের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিসিসিআই।





তারপরই সমালোচনার ঝড় ওঠে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে। ক্রিকেট জেন্টলম্যানস্ গেম। এই পোশাক পরে খেলার অসম্মান করেছেন বিরাট, ট্যুইটারে দাবি বহু ক্রিকেটভক্তের।





এশিয়া কাপে পাক ওপেনার ফকর জামান তাঁর টুপি সঠিকভাবে না পরায় ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাওস্কর সমালোচনা করেছিলেন। একজন ওই প্রসঙ্গ উল্লেখ করে কোহলিকে খোঁচা দিয়েছেন।