কিংস্টন: ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি গ্যারি সোবার্সের ৮০ তম জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন ভারতের টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি, কোচ অনিল কুম্বলে ও ক্রিকেটার রোহিত শর্মা। তাঁরা একটি ভিডিও বার্তার মাধ্যমে প্রাক্তন ক্যারিবিয়ান তারকাকে শুভেচ্ছা জানিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলের অধিনায়ক জেসন হোল্ডার সহ দলের সদস্যরাও পূর্বসূরীকে শ্রদ্ধা জানিয়েছেন।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ট্যুইটারে কোহলিদের এই শুভেচ্ছা বার্তা পোস্ট করা হয়েছে। সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার সোবার্সকে শ্রদ্ধা জানিয়ে ভারত অধিনায়ক বলেছেন, ‘আপনার পারফরম্যান্স চিরদিন স্মরণীয় হয়ে থাকবে। যে কয়েকজন ক্রিকেটার খেলার ধারা বদলে দিয়েছেন, আপনি তাঁদের মধ্যে অন্যতম। অসাধারণ কেরিয়ার এবং জীবনের জন্য অভিনন্দন। আপনার ৮০ তম জন্মদিনে শুভেচ্ছা জানাতে পেরে ভাল লাগছে।’



কোহলি আরও বলেছেন, বিশ্বের যে প্রান্তে যার সঙ্গেই দেখা হোক না কেন, তাকে অনুপ্রাণিত করেন সোবার্স। তাঁর ব্যক্তিত্ব অসাধারণ। তাঁর সঙ্গে দেখা করে খেলা নিয়ে আলোচনা করার ইচ্ছা রয়েছে কোহলির।