জোহানেসবার্গ: নিয়মরক্ষার ম্যাচেও দক্ষিণ আফ্রিকাকে বিধ্বস্ত করে ছয় ম্যাচের একদিনের সিরিজ ৫-১ জিতে নিয়েছে ভারত। দক্ষিণ আফ্রিকার মাটিতে এই প্রথম সিরিজ জয়। দলের এই ঐতিহাসিক সাফল্যের অন্যতম কারিগর অধিনায়ক বিরাট কোহলি। গতকাল ৮ উইকেটে জয়ের ম্যাচে আরও একটা সেঞ্চুরি করেছেন কোহলি। ম্যান অফ দ্য ম্যাচের পাশাপাশি ম্যান অফ দ্য সিরিজ কোহলিই।
২০৫ রান তাড়া করতে নেমে ৩২.১ ওভারেই মাত্র দুই উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। কোহলি অপরাজিত থাকেন ৯৬ বলে ১২৯ রানে। সিরিজে এটি তাঁর তৃতীয় শতরান। একদিনের ক্রিকেটে ৩৫ তম ও রান তাড়া করতে নেমে ১৯ তম সেঞ্চুরি করলেন কোহলি। গোটা সিরিজে করলেন ৫৫৮ রান।
সিরিজ শেষে তাঁর ব্যাটে এই চোখধাঁধানো সাফল্যের কৃতিত্ব স্ত্রী অনুষ্কা শর্মাকে দিলেন কোহলি। পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনের সময় কোহলি বললেন, ‘আমার এই সাফল্যের নেপথ্যে কিছু কাছের মানুষ রয়েছেন। বিশেষ করে, আমার স্ত্রী। গোটা সিরিজে প্রেরণা জুগিয়ে আমাকে এগিয়ে নিয়ে গিয়েছে ও। তার জন্য আমি কৃতজ্ঞ। অতীতে ওকে অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছে। সেই অনুষ্কাই কিন্তু দক্ষিণ আফ্রিকায় গোটা সিরিজে আমাকে প্রেরণা দিয়ে গিয়েছে। সামনে থেকে নেতৃত্ব দেওয়ার সময় এই প্রেরণা প্রাপ্তি একটা দুর্দান্ত অনুভূতি।’
নিজের সাফল্য এই প্রথম অনুষ্কার সঙ্গে ভাগ করে নিলেন না কোহলি। বিয়ের আগেও কোহলি তাঁর মধ্যে ইতিবাচক পরিবর্তন এনে দেওয়ার কৃতিত্ব অনুষ্কাকে দিয়েছেন কোহলি।
গত বছরের ১১ ডিসেম্বর ইতালিতে বিয়ে সেরেছেন এই তারকা জুটি। এরপর দিল্লি ও মুম্বইতে হয়েছিল সাড়ম্বর রিসেপশন।
কোহলি বলেছেন, 'এখানে প্রথম থেকেই বেশ ইতিবাচক লাগছিল। গত ম্যাচটায় মনোভাবটা সঠিক পথে ছিল না। আজ শুরু থেকেই ইতিবাচক ছিলাম। বলে টাইমিং শুরু করার সিদ্ধান্ত নিয়েছিলাম। এখানে দ্বিতীয় ইনিংসে ব্যাট করাটা বেশ উপভোগ্য। এজন্যই টসে জিতে ফিল্ডিং নেওয়া। ওরা অন্যরকম কিছু একটা করার চেষ্টা করছিস। শর্ট বল খেলার জন্য তৈরি ছিলাম। সঠিক পজিশনে আসতে পারলে শর্ট বল থেকে বাউন্ডারি পাওয়া যাবে বলে ভাবছিলাম। প্রথমেই এতগুলো শর্ট বল পেয়ে যাওয়াটা বেশ ভালো হল। দিনে উইকেটটা স্লো ছিল। কাত হতেই বেশ ভালোভাবে ব্যাটে বল আসছিল'।
দ্বিপাক্ষিক সিরিজে প্রথম ব্যাটসম্যান হিসেবে ৫০০-র বেশি রান সংগ্রহের নজির গড়লেন কোহলি। এক্ষেত্রে অস্ট্রেলিয়ার জর্জ বেইলিকে পিছনে ফেলেছেন তিনি। ২০১৩-১৪ তে বেইলি ভারতের বিরুদ্ধে ৪৭৮ রান করেছিলেন। তালিকায় তৃতীয় স্থানে দক্ষিণ আফ্রিকার এবি ডিভিলিয়ার্স ( ২০১২-১৩-তে পাকিস্তানের বিরুদ্ধে ৩৬৭ রান)।
কোহলি বলেছেন, ‘এখনও আট-নয় বছর ক্রিকেট খেলব। আর তার পুরো সময়টাই সেরা পারফর্ম করে নিজেকে এগিয়ে নিয়ে যেতে চাই। এটা একটা ভালো দিক যে, যে আমি সুস্থ রয়েছি এবং দেশের অধিনায়কত্ব করতে পারছি। দেশের হয়ে যত দিন খেলব তত দিন ১২০ শতাংশ দিতে চাই।’