মেলবোর্ন: মাইকেল ক্লার্ক, অ্যাডাম গিলক্রিস্টের পর এবার ভারতের অধিনায়ক বিরাট কোহলির প্রশংসায় পঞ্চমুখ অস্ট্রেলিয়ার আরও এক প্রাক্তন অধিনায়ক। বিরাটের অধিনায়কত্বে নিজেকে এবং রিকি পন্টিংকে খুঁজে পাচ্ছেন বলে জানালেন স্টিভ ওয়া। তবে একইসঙ্গে তিনি বলেছেন, বিরাট নিজের মতো।
চলতি সিরিজের শুরু থেকেই বিরাটকে নিয়ে বিতর্ক চলছে। তবে তা সত্ত্বেও তাঁর পাশে দাঁড়িয়ে স্টিভ বলেছেন, ‘কোহলি অত্যন্ত আগ্রাসী অধিনায়ক। ও দলের সবাইকে কথা বলতে উৎসাহ দেয়। ওর শরীরের ভাষা ইতিবাচক। আমার দলে এগুলোই চাইতাম। আমি সবসময় বিশ্বাস করে এসেছি, নিজেকে প্রকাশ করা গুরুত্বপূর্ণ। দলের সদস্যরা একে-অপরকে ইতিবাচক হতে সাহায্য করলে বিপক্ষ মনে করে, এই দল কঠিন প্রতিপক্ষ। বিরাট কোহলি সেটাই করে। ওর জন্য খেলে ক্রিকেটাররা। এটা একজন অধিনায়কের পক্ষে দারুণ সঙ্কেত। রিকি পন্টিংও এরকম খেলোয়াড় ছিল। ও দলের সামনে ইদাহরণ হয়ে উঠত। বিরাট কোহলি সেটাই করে। আমার অধিনায়কত্বের কিছু ধরনও ওর মধ্যে আছে। এতে আমি খুশি।’
বেশিদিন ভারতের অধিনায়ক হননি বিরাট। তবে স্টিভের মতে, এরই মধ্যে তিনি ভারতের নতুন মুখ হয়ে উঠেছেন। কোহলি বিপক্ষকে মুখের উপর জবাব দিতে পারেন, তিনি আক্রমণাত্মক, ইতিবাচক এবং এমনভাবে দলকে নেতৃত্ব দেন, যাতে বাকিরা বুঝতে পারে তিনি কীভাবে দলকে খেলাতে চাইছেন।
অধিনায়ক বিরাটের মধ্যে নিজেকে এবং পন্টিংকে দেখছেন স্টিভ ওয়া
Web Desk, ABP Ananda
Updated at:
23 Mar 2017 08:38 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -