নয়াদিল্লি: একাধিক ক্রিকেট বিশেষজ্ঞ যেখানে ভবিষ্যদ্বাণী করেছেন যে, বিরাট কোহলি একদিন বিশ্বের সর্বকালীন অন্যতম সেরা ক্রিকেটার হতে চলেছেন। তবে, অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্কের মতে, ভারত অধিনায়ক ইতিমধ্যেই সর্বকালীন সেরা একদিনের ব্যাটসম্যান হয়ে উঠেছেন।
বর্তমানে ক্রিকেট র্যাঙ্কিংয়ে টেস্ট ও একদিনের ক্রিকেটে ব্যাটসম্যানদের তালিকায় বিরাট কোহলি শীর্ষ স্থান দখল করে রয়েছেন। তাঁর নেতৃত্বে সদ্য অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ও একদিনের সিরিজ জিতেছে ভারত। ড্র করেছে টি-২০ সিরিজ। বিশ্বের প্রথম দল হিসেবে অস্ট্রেলিয়া থেকে কোনও সিরিজ না হেরে ফিরল।
ক্লার্ক বলেন, একদিনের ক্রিকেটে বিরাট কোহলি হল সর্বকালীন সেরা ব্যাটসম্যান। ভারতের হয়ে ও যা অর্জন করেছে, তা পরখ করার পর আমার মনে কোনও দ্বিধা নেই। কেরিয়ারে এখনও পর্যন্ত ২১৯টি একদিনের ম্যাচ খেলেছেন কোহলি। ৫৯-এর বেশি গড়ে ১০,৩৮৫ রান করেছেন। শতরান করেছেন ৩৯টি।
ক্লার্ক বলেছেন, দেশের হয়ে ম্যাচ জেতার যে আবেগ কোহলির মধ্যে রয়েছে, তাকে সম্মান জানানো উচিত। হতে পারে, ও আগ্রাসী। কিন্তু, ওর দায়বদ্ধতা প্রশ্নাতীত। সকলেই জানে, ও কী অর্জন করেছে। একদিনের ক্রিকেট ও-ই সেরা।
কোহলির পাশাপাশি, তাঁর পূর্বসূরী মহেন্দ্র সিংহ ধোনির প্রশংসা করেন প্রাক্তন অজি বিশ্বকাপজয়ী অধিনায়ক। বলেন, ৩০০টির বেশি একদিনের ম্যাচ খেলে ফেলেছে ধোনি। ফলত, ও ভালভাবেই জানে, কোন পরিস্থিতিতে কীভাবে খেলতে হয়।
একদিনের ক্রিকেটে সর্বকালীন সেরা ব্যাটসম্যান কোহলি: ক্লার্ক
Web Desk, ABP Ananda
Updated at:
20 Jan 2019 04:40 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -